শুক্রবার, ৯ জুন, ২০২৩ ০০:০০ টা
অষ্টম কলাম

সিইওর বিদেশ ভ্রমণের তথ্য জানাতে হবে কেন্দ্রীয় ব্যাংককে

নিজস্ব প্রতিবেদক

দেশে কার্যরত সব তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক/প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) বিদেশ ভ্রমণের তথ্য জানাতে হবে বাংলাদেশ ব্যাংককে। গতকাল এ বিষয়ে একটি সার্কুলার জারি করে সব তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের  প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সার্কুলারে বলা হয়েছে, ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তার দেশের বাইরে ভ্রমণের ক্ষেত্রে তাঁর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নাম, পদবি, অফিশিয়াল ফোন, মোবাইল নম্বর ও ইমেল আইডি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীর বিদেশ যাওয়ার আগেই গভর্নর সচিবালয়, ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ/আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগকে জানাতে হবে। সম্প্রতি ‘গভর্নর সচিবালয়’ অবলুপ্ত করে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে ‘গভর্নর অফিস’ গঠন করা হয়েছে। তাই উল্লিখিত তথ্য নিয়মিতভাবে পাঠানোর পাশাপাশি সব ধরনের পত্র যোগাযোগের ক্ষেত্রে নতুন নাম ব্যবহারের জন্য পরামর্শ প্রদান করা হয়েছে। এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।

সর্বশেষ খবর