দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনটি ২০০৮ সাল থেকেই টানা আওয়ামী লীগের দখলে। তবে দলীয় কোন্দল এখানে বড় সমস্যা। ফলে সম্ভাব্য প্রার্থীও অনেক। আর এ সুযোগ কাজে লাগিয়ে ঘুরে দাঁড়াতে চায় বিএনপি। দিনাজপুর-১ আসনে ২০০১ সালে চারদলীয় জোটের পক্ষে নির্বাচনে অংশ নিয়ে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা অধ্যাপক আবদুল্লাহ আল কাফী জয়লাভ করেন। এর দুই বছর পর তিনি মারা গেলে উপনির্বাচনে বিজয়ী হন স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাগপা নেতা মনোরঞ্জনশীল গোপাল। পরে তিনি আওয়ামী লীগে যোগদান করেন। ২০০৮ সালের ২৯ ডিসেম্বরের নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে জয়লাভ করেন। পরে ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনেও মনোরঞ্জন শীল গোপাল নৌকা প্রতীক নিয়ে জয়লাভ করেন। স্থানীয়ভাবে খোঁজ নিয়ে জানা যায়, আগামী দ্বাদশ জাতীয় নির্বাচন যতই এগিয়ে আসছে নির্বাচনী মাঠে মেরুকরণে পরিবর্তন দেখা যাচ্ছে। তৃণমূলের অনেকেই মনে করেন, আওয়ামী লীগের দলীয় কোন্দলের পরও বর্তমান এমপি মনোনয়ন পেলে বিজয়ী হওয়া কষ্টকর হয়ে পড়বে। আবার বিএনপি দলীয় জোটগত প্রার্থী জামায়াতকে দিলে তারও জয় পাওয়া কষ্টকর হবে। কারণ (বীরগঞ্জ-কাহারোল) এলাকায় সংখ্যালঘু ভোটার একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। তবে বিএনপির দলীয় প্রার্থী হলে সেক্ষেত্রে জয় পাওয়া সহজ হবে। এখানে বিএনপি আওয়ামী লীগের লড়াই হবে। দিনাজপুর-১ আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে রয়েছেন, বর্তমান এমপি মনোরঞ্জল শীল গোপাল, জেলা আওয়ামী লীগের সদস্য আবু হুসাইন বিপু, বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাকারিয়া জাকা, কাহারোল উপজেলা চেয়ারম্যান আবদুল মালেক সরকার, বরদা ভূষণ রায় লিটন, বীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও সাবেক এমপি আমিনুল ইসলাম। আগামী জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি ঘুরে দাঁড়াতে চায়। নির্বাচনে দলের সম্ভাব্য প্রার্থী হিসেবে শক্ত অবস্থানে রয়েছেন বীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মনজুরুল ইসলাম মনজু। তিনি আওয়ামী লীগের জন্য বড় চ্যালেঞ্জ। এ ছাড়া এখানে অন্যান্য দলের প্রার্থী হিসেবে রয়েছেন, দিনাজপুরের উত্তর জেলা জামায়াতের কর্মপরিষদের সদস্য মাওলানা খোদা বক্স, বীরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. শাহিনুর ইসলাম, ওয়ার্কার্স পার্টির আবদুল হক, কমিউনিস্ট পার্টির আলতাফ হোসাইন। জানতে চাইলে বিএনপির মনোনয়নপ্রত্যাশী বীরগঞ্জ উপজেলা সভাপতি মনজুরুল ইসলাম মনজু জানান, আমার নির্বাচনী এলাকায় আমার দল তৃণমূল পর্যায়ে সুসংগঠিত ও ইস্পাতকঠিন দৃঢ়তায় ঐক্যবদ্ধ। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলে এবং আমাকে দল থেকে নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনীত করলে বিপুল ভোটে নির্বাচিত হব। এ ব্যাপারে আওয়ামী লীগের এমপি মনোরঞ্জন শীল গোপাল বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য আমরা অবশ্যই প্রস্তুত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিনিধি হিসেবে এটুকু বলতে পারি, আমি সবসময় সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। আলাদা প্রস্তুতির প্রয়োজন নেই।
শিরোনাম
- যে কারণে গভীর পর্যবেক্ষণে ভারত-পাকিস্তানের যুদ্ধবিমান, রয়টার্সের বিশ্লেষণ
- আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ, তৈরি হচ্ছে মঞ্চ
- রাফাল যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ সরিয়ে ফেলেছে ভারত, প্রমাণ পেয়েছে বিবিসি
- সীমান্তে যুদ্ধাবস্থা: শত শত মানুষকে সরিয়ে নিলো ভারত
- খায়রুজ্জামান লিটনের সাবেক এপিএস স্বেচ্ছাসেবক লীগ নেতা টিটু আটক
- উত্তেজনা চরমে: পাকিস্তানের পক্ষে বার্তা দিলেন এরদোগান
- ‘সিনেমা’ থেকে ‘বাস্তব’ জগতে ফিরে আসুন, ভারতকে পাকিস্তানের আহ্বান
- ইংলিশ দলে ডাক পেলেন রিউ
- ভারত-পাকিস্তান সংঘাত ‘আমাদের কোনও বিষয় নয়’ : যুক্তরাষ্ট্র
- এল-ক্লাসিকোর রেফারি চূড়ান্ত
- পাকিস্তান থেকে সরিয়ে যেখানে হবে পিএসএল
- সেলিনা হায়াৎ আইভী গ্রেফতার
- অন্তর্বর্তী সরকারের প্রথম দায়িত্ব ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা : নাহিদ
- পাকিস্তানি পাইলটকে আটকের দাবি ভারতের, প্রমাণ চাইল ইসলামাবাদ
- আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ জাবি শিক্ষার্থীদের
- আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাবিতে বিক্ষোভ
- প্রথম আমেরিকান পোপ রবার্ট প্রেভোস্ট
- বিলিয়ন ডলারের রপ্তানি খাত হুমকিতে
- 'পাকিস্তান আক্রমণ করার সিদ্ধান্ত নিলে সারা পৃথিবী জানবে'
- ভারতের সেনা-স্থাপনায় হামলা, অস্বীকার পাকিস্তানের
কোন্দলে আওয়ামী লীগ চ্যালেঞ্জে বিএনপি
দিনাজপুর প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর

পাকিস্তানের পাল্টা হামলায় সম্পূর্ণ ‘ব্ল্যাকআউট’ জম্মুতে পরপর বিস্ফোরণ, দাবি ভারতের
১৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

পাকিস্তানের ড্রোন, ক্ষেপণাস্ত্র ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নিষ্ক্রিয় করার দাবি ভারতের
১৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম