তিস্তাপাড়ে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও ভয়াবহ ভাঙন সৃষ্টি হচ্ছে। গত কয়েকদিনেই নিম্নাঞ্চল থেকে পানি নেমে গেছে। গতকাল তিস্তার পানি ডালিয়া পয়েন্টে বিপৎসীমার ৭৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তিস্তার পানি কমা-বাড়ার কারণে বিভিন্ন পয়েন্টে দেখা দিয়েছে তীব্র নদীভাঙন। গত ১০ দিনে তিস্তার ভাঙনে অর্ধশতাধিক পরিবারের বাড়িঘর নদীতে বিলীন হয়ে গেছে। বিশেষ করে সদর উপজেলার গোকুন্ডা ও আদিতমারী উপজেলার মহিষখোঁচা ইউনিয়নে ভাঙন বেড়েই চলছে। ফলে সেখানকার মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছেন। তিস্তা ব্যারাজ নিয়ন্ত্রণ কক্ষ সূত্র জানায়, শুক্রবার দুপুর ১২টায় তিস্তার পানি কমে বিপৎসীমার ৭৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। মূলত বর্ষার শুরু থেকেই ভয়াল রূপ ধারণ করেছে তিস্তা নদী। তিস্তার তীব্র ভাঙনে লালমনিরহাটের পাঁচটি উপজেলার শতাধিক চরের হাজারো পরিবার দিশাহারা হয়ে পড়েছে। চোখের সামনে বসতভিটা হারিয়ে কাঁদছেন তিস্তাপাড়ের মানুষ। তিস্তা আর ধরলা নদীবেষ্টিত লালমনিরহাটের পাঁচ উপজেলায় চলতি বছরের জুন মাসের প্রথম সপ্তাহ থেকে বন্যা শুরু হয়েছে। গত এক সপ্তাহ থেকে পানিবন্দি থেকে মুক্তি মিললেও নদীভাঙনের মুখে পড়েছে মানুষ। চোখের সামনে নদীর পেটে চলে যাচ্ছে বসতভিটা, ফসলি জমি ও বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। ভাঙনের কবলে পড়ে নিঃস্ব হচ্ছে নদীপাড়ের মানুষ। অনেকেই রাস্তার পাশে বা বাঁধের ধারে আশ্রয় নিয়ে মানবেতর জীবনযাপন করছে। বন্যার পানি নেমে যাওয়ার পর থেকে লালমনিরহাট সদরের চর গোকুন্ডা, আদিতমারী উপজেলার বাহাদুরপাড়া, চন্ডিমারী, কুটিরপাড়, কালীগঞ্জের আমিনগঞ্জ, চর বৈরাতী, হাতীবান্ধার সিংগীমারী, গড্ডিমারী, ডাউয়াবাড়ি, সিন্দুনা, পাটিকাপাড়া, ফকিরপাড়া, সানিয়াজানের বাঘের চর, নিজ শেখ সুন্দর ও পাটগ্রাম উপজেলার দহগ্রামে তিস্তা নদীর ভাঙন তীব্র আকার ধারণ করেছে। ঝুঁকিতে রয়েছে সলেডি স্পার বাঁধসহ সব বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুনীল রায় বলেন, পানি কমা ও বাড়ার কারণেই তিস্তার ১৭টি পয়েন্টে ভফুন দেখা দিয়েছে। আদিতমারী উপজেলার মহিষখোঁচা ইউনিয়নের দক্ষিণ বালাপাড়া গ্রামের সুলতান মিয়া বলেন, আমরা চরবাসী কিছুই চাই না। শুধু একটা মনের মতো বাঁধ চাই। যাতে আর ঘরবাড়ি ভাঙতে না হয়। লালমনিরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ উল্লাহ জানান, তিস্তার পানি কমা ও বাড়ার কারণে বিভিন্ন পয়েন্টে দেখা দিয়েছে নদীভাঙন। ভাঙন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ড কাজ করছে।
শিরোনাম
- মোহাম্মদপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৩
- বিশ্বে ভূ-রাজনৈতিক পুনর্গঠনে ‘সঠিক পথ’ বেছে নেবে বাংলাদেশ : পররাষ্ট্র উপদেষ্টা
- রংপুরে সাংবাদিকদের সঙ্গে বিএনপি প্রার্থীর মতবিনিময়
- ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে বাণিজ্য উপদেষ্টার সাক্ষাৎ
- দিনাজপুরে বাসচাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত
- বোলিং পিচে হেডের ঝড়, ইতিহাস গড়ে সেঞ্চুরি
- বরগুনায় ৪ ভুয়া চিকিৎসক আটক
- সাকিবকে টপকে দেশের সর্বোচ্চ উইকেট শিকারি তাইজুল
- সিরাজগঞ্জে অসুস্থ দলীয় কর্মীর পাশে দাঁড়ালেন বিএনপি নেতা
- মৎস্য রপ্তানির নীতিমালা ও প্রস্তুতিতে সরকার কাজ করবে : মৎস্য উপদেষ্টা
- ফের ভূমিকম্পের উৎপত্তিস্থল বাইপালে নয়, নরসিংদীতে: আবহাওয়া অফিস
- আ.লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না : ইশরাক
- রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২২
- নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে সাবেক ছাত্রদল সভাপতির মৃত্যু
- শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ : সালাউদ্দিন
- দক্ষিণ আফ্রিকায় জি-২০ শীর্ষ সম্মেলন: বয়কট যুক্তরাষ্ট্রের, তবে থাকছে চমক
- যশোরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
- ভূমিকম্পে নিহত বাবা-ছেলের দাফন সম্পন্ন
- ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার সাক্ষাৎ
- বগুড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
পানি কমার সঙ্গে ভয়াবহ ভাঙন
লালমনিরহাট প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর