বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) নির্বাহী কমিটির সদস্য আমিনুর রসুল বাবুল বলেছেন, পলিথিন যে পরিবেশের জন্য ভয়াবহ, তা এখন আমরা সবাই জানি। এ জন্য এটা বন্ধে আইন হয়েছে। কিন্তু, দুর্নীতির কারণে হয়তো এটা বন্ধ হচ্ছে না। তা না হলে একটা পণ্য আইন করে নিষিদ্ধ করার পর তার উৎপাদন ও ব্যবহার বাড়ে কীভাবে? হয় দুর্নীতি জড়িত, অথবা পলিথিন উৎপাদনকারীরা নীতি নির্ধারকদের চেয়ে শক্তিশালী। তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, পৃথিবীতে অনেক দেশ পলিথিন ও প্লাস্টিক মুক্ত হওয়ার চেষ্টা করছে। আমাদের এখানে গবেষণা না থাকায় হয়তো বুঝতে পারছি না কতটা বিপদের মধ্যে আমরা পড়ে গেছি। কিছু কিছু ধারণা আসছে- নদী ও খালগুলো ভরাট হয়ে যাচ্ছে, কৃষিজমিতে বিরূপ প্রভাব পড়ছে, মাছ মারা যাচ্ছে, স্যুয়ারেজ লাইন বন্ধ হয়ে যাচ্ছে, বিভিন্ন রোগ বাড়ছে। পরের জেনারেশন হয়তো আরও খারাপ পরিস্থিতির মুখে পড়বে। বিকলাঙ্গ শিশুর জন্ম হবে, অসুস্থ থাকবে, ক্যান্সার আরও বাড়বে, আয়ু কমে যাবে। আমিনুর রসুল বলেন, পলিথিন নিষিদ্ধ করা হয়েছে প্রায় ২০ বছর। কিন্তু, আইনের প্রয়োগটা নেই। গবেষণায় দেখা গেছে, একটা পরিবারের প্রতিটা সদস্য প্রতিদিন গড়ে পাঁচটি করে পলিথিন ব্যবহার করছে। বিস্কুটের প্যাকেট, চানাচুরের প্যাকেট, চিপসের প্যাকেট, জুসের বোতল সবই এখন প্লাস্টিকের। বিষয়টা কতটা ভয়ঙ্কর! ভিতরের খাবারটা খেয়ে প্যাকেটটি ছুড়ে ফেলছে যত্রতত্র। শত শত বছর ধরে এগুলো প্রকৃতিতে অবিকৃত অবস্থায় থেকে যাচ্ছে। আইন করে একটা পণ্য নিষিদ্ধ করার পর তার উৎপাদন ও ব্যবহার বাড়ে কীভাবে? পুরান ঢাকায় তো বাড়িতে বাড়িতে পলিথিনের কারখানা! একটা কারখানা করতে গেলে তো অনেক ধরনের অনুমোদন লাগে। নিষিদ্ধ জিনিসের কারখানা বাড়ছে মানে এখানে বড় রকমের দুর্নীতি আছে। সবাই এটার ভাগ পায়। উৎপাদনের জায়গা বন্ধ করলে আপনা আপনি বিকল্প পণ্য চলে আসবে। অতীতে প্লাস্টিকের বিকল্প হিসেবে আমাদের কাগজের ব্যাগ, কাপড়ের ব্যাগ, চটের বস্তা ছিল। এগুলো এখনো ফিরিয়ে আনা সম্ভব। পাশাপাশি দরকারি প্লাস্টিক পণ্য উৎপাদনকারীদের পুনঃব্যবহারে বাধ্য করতে হবে। যে-ই দূষিত করবে, তাকে তাৎক্ষণিক শাস্তি দিতে হবে। কারখানা সিলগালা করতে হবে।
শিরোনাম
- স্কুল-কলেজে শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার নিষিদ্ধ
- একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ আজ
- যুদ্ধ বন্ধের কূটনৈতিক প্রচেষ্টার মাঝেও রাশিয়া-ইউক্রেন হামলা অব্যাহত
- ৫ দিন ভারি বৃষ্টির সতর্কতা, ১০ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা
- প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ ব্রিটিশ হাইকমিশনারের
- প্রতিকূল পরিস্থিতিতেও দৃঢ়চিত্ত ড. ইউনূস
- তেজগাঁও বিভাগে বিশেষ অভিযানে গ্রেফতার ৫৬
- গরু চরাতে গিয়ে গ্রেনেডের খোঁজ
- চট্টগ্রাম জেলা প্রশাসনের অনন্য উদ্যোগ
- জয়পুরহাটে বিশ্ব আলোকচিত্র দিবসে ফটোওয়াক ও ফটো আড্ডা
- রংপুরে কাভার্ডভ্যান চাপায় দুলাভাই-শ্যালিকা নিহত
- গ্রিসে খালেদা জিয়ার জন্মদিনে দোয়া মাহফিল
- বুড়িচং থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত
- বরিশালে পৃথক দুই জায়গায় পানিতে ডুবে চার শিশুর মৃত্যু
- রূপগঞ্জে ভবিষ্যতের উদ্ভাবক বিষয়ক প্রদর্শনী
- পাবনার চতরা বিলে গোপন অস্ত্র তৈরির কারখানার সন্ধান, আটক ২
- কুমিল্লায় বিনাধান নিয়ে কৃষক প্রশিক্ষণ
- মেটাকে শিশুদের জন্য সংবেদনশীল চ্যাটবট সরানোর আহ্বান ব্রাজিলের
- ওয়াশিংটনের বৈঠক যুদ্ধ বন্ধে ‘সত্যিকার গুরুত্বপূর্ণ পদক্ষেপ’ : জেলেনস্কি
- স্পেনে তাপপ্রবাহে ১৬ দিনে সাড়ে ১১শ’ মানুষের মৃত্যু
পলিথিন বন্ধ না হওয়ার পেছনে দুর্নীতি
আমিনুর রসুল
Not defined
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর