গুমের এক সপ্তাহ পর পটুয়াখালীতে পাঁচ ফুট মাটির নিচ থেকে লবণমাখা অবস্থায় পলিথিনে মোড়ানো শিশু রাতুলের লাশ উদ্ধার করেছে পুলিশ। তারা এ ঘটনায় জড়িত দুজনকে গ্রেফতার করেছে। গ্রেফতার আসামিরা হলো- সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের পার্শ্ববর্তী গ্রামের মফেজ মাতব্বরের ছেলে মো. আনোয়ার হোসেন (৪৫) ও পার্শ্ববর্তী জৈনকাঠি ইউনিয়নের সেহাকাঠি গ্রামের এনছান হাওলাদারের ছেলে মো. হানিফ হাওলাদার (৪১)। এ ঘটনায় জেলা পুলিশ গতকাল দুপুরে এক প্রেস ব্রিফিং করে। ব্রিফিংয়ে জানানো হয়, আটককৃতদের দেওয়া তথ্য অনুযায়ী সোমবার দিনগত গভীররাতে সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের পূর্ব আউলিয়াপুর বিশ্বাসবাড়ির একটি বসতঘরের মেঝের পাঁচ ফুট মাটির নিচ থেকে রাতুলের লাশ উদ্ধার করা হয়। রাতুল আউলিয়াপুর হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র। এ ঘটনায় শিশু রাতুলের পিতা গোলাম রহমান লিটন বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেছেন। লিখিত বক্তব্যে পুলিশ সুপার সাইদুল ইসলাম উল্লেখ করেন, শিশু রাতুল তার বাবা-মায়ের কাছে একটি স্মার্ট সাইকেল চেয়ে বায়না ধরে। তার চাহিদা মাফিক সাইকেলের মূল্য ১৪ হাজার টাকা। রাতুলের চাহিদা সেই সাইকেল বাবা-মা কিনে দিতে অপারগতা প্রকাশ করেন। এমন ঘটনা জানতে পেরে রাতুলকে সাইকেল ক্রয়ের জন্য ১৪ হাজার টাকার লোভ দেখিয়ে মালামাল লুটে নেওয়ার পরিকল্পনা করে আনোয়ারসহ আসামিরা। তাদের পরিকল্পনা অনুযায়ী, ১৮ সেপ্টেম্বর রাতে ছেলে রাতুলের মাধ্যমে ঘুমের ওষুধ খাবারে মিশিয়ে তার বাবা, মা আছমা বেগম ও দাদি রিজিয়া বেগমকে অচেতন করে। পরিকল্পনা অনুযায়ী আসামিরা গভীর রাতে ঘরের পেছনের দরজা দিয়ে প্রবেশ করে সামনের দরজা খুলে ঘর সংলগ্ন মালামালের ডেকোরেটর দোকান হতে সাউন্ড সিস্টেমের বিভিন্ন দামি সরঞ্জামাদি, অটোরিকশার ব্যাটারি চুরি করে নিয়ে যায়। পরবর্তীতে ঘটনা যাতে জানাজানি না হয় সে জন্য একমাত্র সাক্ষী ভিকটিম শিশু রাতুলকে রাতেই তাদের নিজ বসতঘরে মুখ চেপে ধরে গলা টিপে শ্বাসরোধে হত্যা করে এবং লাশ নিয়ে যায় আসামি আনোয়ার। পরবর্তীতে হত্যাকাণ্ড ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য তারা ভিকটিমের লাশ গুমের উদ্দেশে আউলিয়াপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডস্থ পূর্ব আউলিয়াপুর গ্রামের জয়নাল বিশ্বাসের বাড়ির পেছনে পরিত্যক্ত টিনশেড ঘরের কাঁচা মেঝের পশ্চিম দক্ষিণ কোণে ৫ ফুট মাটির গভীরে লাশের গায়ে লবণ দিয়ে পলিথিনে মুড়িয়ে মাটিচাপা দিয়ে রাখে। আসামিদের দেওয়া তথ্য অনুযায়ী, আসামি হানিফ হাওলাদারের বসতঘরের পেছনে রান্না ঘরের মাটির নিচ হতে চোরাইকৃত সাউন্ড সিস্টেমের বিভিন্ন সরঞ্জামাদি এবং বসতঘরের পেছনের ডোবা থেকে অটোরিকশার ব্যাটারি উদ্ধার করা হয়।
শিরোনাম
- আমার ছেলের খুনীর ফাঁসি যেন দেখে যেতে পারি: আবু সাঈদের বাবা
- দিল্লি বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৫, গ্রেফতার আরও এক কাশ্মীরি
- মালয়েশিয়ায় শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সাইবারজায়া ইউনিভার্সিটি
- আফ্রিকার ছয় দেশে আছে রুশ সেনার উপস্থিতি: রাষ্ট্রীয় টিভি
- ‘খালেদা জিয়াকে দেশের সেরা জয় উপহার দিতে চাই’
- উইঘুর যোদ্ধাদের চীনের কাছে হস্তান্তর করবে সিরিয়া
- ‘একটি দল ক্ষমতায় যেতে প্রলাপ বকছে’
- সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠায় পাশে থাকবে চীন
- বগুড়ায় কোলগ্রাম উচ্চ বিদ্যালয়ে জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান
- শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে যা বলল ভারত
- মোংলায় জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি হ্রাসকরণ বিষয়ক সমন্বয় সভা
- আকাশ প্রতিরক্ষা ও যুদ্ধবিমান চুক্তি চূড়ান্ত করতে ফ্রান্সে জেলেনস্কি
- অস্ট্রেলিয়ায় বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
- ভারতের চা, মশলা, আমসহ কয়েকটি পণ্যে শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প
- নওগাঁর মান্দায় ধানের শীষে ডা. টিপুর নির্বাচনী পথসভা
- পাঙ্গাস পোনা শিকারের দায়ে জেলের কারাদণ্ড
- পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি মিলন কারাগারে
- রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক
- নির্বাচনের আগেই হাসিনাকে দেশে এনে মৃত্যুদণ্ড কার্যকরের দাবি সারজিসের
- কলাপাড়ায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ৫ জন হাসপাতালে