তিস্তা নদীতে পানি কমেছে। বন্যা শেষ না হতেই তিস্তার বুকে জেগে উঠেছে অসংখ্য চর। আর সেই চরে চাষাবাদ শুরু করেছেন চাষিরা। তবে উজানের পানি প্রবাহে বাংলাদেশ অংশে তিস্তার পানি এখন সাড়ে ২৩ হাজার কিউসেক বলে মনে করছেন তিস্তাপাড়ের প্রবীণ মাঝি সোলেমান আলী (৬৫)। এখনো তিনি নৌকা বয়ে তিস্তায় ঘুরেন। সরেজমিন দেখা যায়, নদীর পানি কমে যাওয়ায় তিস্তার চরে ফসল আবাদের ধুম পড়েছে। বিশেষ করে আলু, মিষ্টিকুমড়া, পিঁয়াজ, রসুনসহ বিভিন্ন ফসল চাষ শুরু করেছে চরবাসী। তিস্তাপাড়ের পরিবারগুলো দল বেঁধে ফসল আবাদে ব্যস্ত সময় পার করছেন। বিগত বছরগুলোয় তারা তিস্তার চরগুলোকে ফুডবাস্কেটে পরিণত করেছিল, এবারও তারা সে পথেই হাঁটছেন। চরাঞ্চলের পলি ও দোআঁশ মাটিতে চরবাসী আলু, গম, ভুট্টা, সরিষা, মুগ ডাল, মশুর ডাল, মাষকলাই, খেসারি, পিঁয়াজ, রসুন, মরিচ, চিনাবাদাম, মিষ্টিকুমড়া, স্কোয়াশসহ নানা জাতের ফসলের চাষাবাদ শুরু করেছেন। একসময়ের পশুচারণ ভূমি এই তিস্তাপাড়ে এখন ১২ মাস ফলে নানারকম ফসল। বদলে গেছে চরবাসীর পেশাও। আগে যারা মাছ ধরত এখন তারা ফসল চাষি। কৃষি বিশেষজ্ঞদের মতে, গত কয়েক বছরের ব্যবধানে তিস্তার চরে কৃষি বিপ্লব ঘটেছে। এখন ৩৪ প্রকার ফসলের আবাদ হয়। স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন স্থানে চলে যাচ্ছে এসব ফসল। এই চরাঞ্চলের অনেক জমিতে এখন বছরে তিনটি ফসল উৎপাদন করা সম্ভব হচ্ছে। ফলে চরাঞ্চলের মানুষজন এখন দিন দিন স্বাবলম্বী হচ্ছে। খোঁজ নিয়ে জানা যায়, লালমনিরহাটের হাতীবান্ধা, কালীগঞ্জ, আদিতমারি, সদর রংপুরের গঙ্গাচরাসহ বিভিন্ন চরের প্রায় ১৫ হাজার হেক্টর জমিতে বিভিন্ন জাতের ফসলের চাষ হয়ে আসছে। অক্লান্ত পরিশ্রম করে বালি মাটিতে সমৃদ্ধশালী ফসলের সমাহার ঘটিয়েছেন তারা। একসময় তিস্তার চরাঞ্চলের মানুষ দরিদ্র্যতার সঙ্গে যুদ্ধ করত। এই অঞ্চলকে বলা হতো মঙ্গাপীড়িত এলাকা। চরে চাষাবাদ শুরু হওয়ায় পাল্টে গেছে এখানকার জীবনযাত্রা। কালীগঞ্জের চর বৈরাতির বাসিন্দা আনোয়ার হোসেন বলেন, নদীতে বেশি পানি থাকলে চরে আবাদ করা সমস্যা হয়। পানি কম থাকলে ফসল আবাদ ভালােই হয়। গত বছর দুই একর জমিতে মিষ্টিকুমড়া আর এক একর জমিতে স্কোয়াশ আবাদ করে ভালো লাভ পেয়েছি। এবারও অনেকে মিষ্টিকুমড়ার চাষ করছে। গাছ লাগানো হচ্ছে। লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক হামিদুর রহমান বলেন, বন্যার পানির সঙ্গে যে পলি আসে চরে, তা ফসল আবাদের জন্য খুবই উপকারি। এতে চরের কৃষকরা তিস্তার চরে ফসল আবাদ করে স্বাবলম্বী হচ্ছে। আমরা কৃষি বিভাগ থেকে চরের কৃষকদের সব ধরনের সহযোগিতা দিয়ে যাচ্ছি। বিশেষ প্রণোদনার মাধ্যমে চরবাসীকে সহায়তা করা হচ্ছে।
শিরোনাম
- যে কারণে গভীর পর্যবেক্ষণে ভারত-পাকিস্তানের যুদ্ধবিমান, রয়টার্সের বিশ্লেষণ
- আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ, তৈরি হচ্ছে মঞ্চ
- রাফাল যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ সরিয়ে ফেলেছে ভারত, প্রমাণ পেয়েছে বিবিসি
- সীমান্তে যুদ্ধাবস্থা: শত শত মানুষকে সরিয়ে নিলো ভারত
- খায়রুজ্জামান লিটনের সাবেক এপিএস স্বেচ্ছাসেবক লীগ নেতা টিটু আটক
- উত্তেজনা চরমে: পাকিস্তানের পক্ষে বার্তা দিলেন এরদোগান
- ‘সিনেমা’ থেকে ‘বাস্তব’ জগতে ফিরে আসুন, ভারতকে পাকিস্তানের আহ্বান
- ইংলিশ দলে ডাক পেলেন রিউ
- ভারত-পাকিস্তান সংঘাত ‘আমাদের কোনও বিষয় নয়’ : যুক্তরাষ্ট্র
- এল-ক্লাসিকোর রেফারি চূড়ান্ত
- পাকিস্তান থেকে সরিয়ে যেখানে হবে পিএসএল
- সেলিনা হায়াৎ আইভী গ্রেফতার
- অন্তর্বর্তী সরকারের প্রথম দায়িত্ব ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা : নাহিদ
- পাকিস্তানি পাইলটকে আটকের দাবি ভারতের, প্রমাণ চাইল ইসলামাবাদ
- আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ জাবি শিক্ষার্থীদের
- আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাবিতে বিক্ষোভ
- প্রথম আমেরিকান পোপ রবার্ট প্রেভোস্ট
- বিলিয়ন ডলারের রপ্তানি খাত হুমকিতে
- 'পাকিস্তান আক্রমণ করার সিদ্ধান্ত নিলে সারা পৃথিবী জানবে'
- ভারতের সেনা-স্থাপনায় হামলা, অস্বীকার পাকিস্তানের
তিস্তার চরে চাষাবাদের ধুম
লালমনিরহাট প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর

পাকিস্তানের পাল্টা হামলায় সম্পূর্ণ ‘ব্ল্যাকআউট’ জম্মুতে পরপর বিস্ফোরণ, দাবি ভারতের
১৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

পাকিস্তানের ড্রোন, ক্ষেপণাস্ত্র ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নিষ্ক্রিয় করার দাবি ভারতের
১৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম