শনিবার, ১১ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

চিকুনগুনিয়ার প্রথম টিকা অনুমোদন দিল যুক্তরাষ্ট্র

প্রতিদিন ডেস্ক

মশাবাহিত রোগ চিকুনগুনিয়া প্রতিরোধে বিশ্বে প্রথম টিকা অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)। তাদের অনুমোদন দেওয়া টিকাটির নাম ‘ইক্সচিক’। সূত্র : বিবিসি, রয়টার্স।

টিকাটি তৈরি করেছে ইউরোপের ভালনেভা সংস্থা। বিশ্বে জনস্বাস্থ্যে চিকুনগুনিয়াকে ‘উদীয়মান ঝুঁকি’ হিসাবেই গণ্য করে আসছিল এফডিএ। এফডিএর অনুমোদনের ফলে বিশ্বে শিগগিরই এই টিকাদান কর্মসূচি শুরু করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন গতকাল বলেছে, যাদের বয়স ১৮ কিংবা তার বেশি এবং যারা চিকুনগুনিয়ায় আক্রান্ত হওয়ার  প্রবল ঝুঁকিতে আছেন, তাদের জন্য এ টিকা অনুমোদন করা হয়েছে। সূত্র জানায়, চিকুনগুনিয়ার টিকাটি একটি ডোজ নিলেই চলবে। চিকুনগুনিয়া ভাইরাস ব্যবহার করেই টিকা তৈরি করা হয়েছে। অনুমোদনের আগে, এই টিকার দুটি ক্লিনিক্যাল ট্রায়াল করা হয়।

প্রসঙ্গত, চিকুনগুনিয়া মশার কামড়ের মাধ্যমে মানুষের মধ্যে ছড়ায়। এ রোগের উপসর্গ হলো জ্বর ও অস্থিসন্ধিতে ব্যথা। নবজাতকদের জন্য এ রোগ প্রাণঘাতীও হতে পারে। চিকুনগুনিয়ায় আক্রান্ত হলে প্রাথমিক লক্ষণ হিসেবে অনেক জ্বর আসে। এ ছাড়াও থাকে গাঁটে গাঁটে প্রচ- ব্যথা। আফ্রিকা, এশিয়া ও আমেরিকা মহাদেশে এ রোগের প্রকোপ দেখা যায়। মূলত গ্রীষ্মমন্ডলীয় এবং উপ-গ্রীষ্মমন্ডলীয় জলবায়ুতে এ রোগের প্রাদুর্ভাব ঘটে বেশি।

এ বছর বিশ্বে সেপ্টেম্বরে প্রায় ৪৪০,০০০ জনের চিকুনগুনিয়া সংক্রমণ এবং ৩৫০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। চিকুনগুনিয়ার চিকিৎসা করার জন্য বর্তমানে সুনির্দিষ্ট কোনো ওষুধ নেই। এ বছর দক্ষিণ আমেরিকা এবং দক্ষিণ এশিয়াতেই বেশি মানুষ এ রোগে আক্রান্ত হয়েছেন।

এফডিএর জ্যেষ্ঠ কর্মকর্তা ও মুখপাত্র পিটার মার্কস এক বিবৃতিতে বলেছেন, ‘বয়স্ক এবং আগে থেকেই রোগে ভুগছেন- এমন মানুষ চিকুনগুনিয়ায় সংক্রমিত হলে মারাত্মক রোগগ্রস্ত হয়ে পড়তে পারেন এবং দীর্ঘমেয়াদি স্বাস্থ্য সমস্যায় ভুগতে পারেন।

সর্বশেষ খবর