ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি ও ভুয়া কাগজপত্র দাখিল করে ১৯ বছর ধরে পশ্চিমাঞ্চল রেলে এমএলএসএস পদে চাকরি করছেন খন্দকার আনোয়ার হোসেন নামের এক ব্যক্তি। পশ্চিমাঞ্চল রেলের প্রধান প্রকৌশলী দফতরে তিনি কর্মরত। ২০০৪ সালে জালিয়াতির মাধ্যমে তিনি চাকরিটি বাগিয়ে নেন। সূত্রে জানা গেছে, ২০০৪ সালে এমএলএসএস পদের কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত না হলেও খন্দকার আনোয়ার হোসেনকে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে তৎকালীন সিনিয়র ওয়েলফেয়ার অফিসার শেখ কামাল চাকরিটা পাইয়ে দেন। রেলওয়ের দফতর থেকে পাওয়া কাগজপত্রে দেখা যায়, খন্দকার আনোয়ার হোসেন এমএলএসএস পদের জন্য রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ২০০৪ সালের ৭ সেপ্টেম্বর ৫০ টাকার বিনিময়ে আবেদন ফরম ক্রয় করেন। জমা দেন ৯ সেপ্টেম্বর। কাগজপত্রে আরও দেখা যায়, আবেদনপত্র জমা দেওয়ার দুই দিন পরে অর্থাৎ ওই বছরের ১১ সেপ্টেম্বর ব্যাংক ড্রাফট, ১০ সেপ্টেম্বর স্বাক্ষরিত চারিত্রিক সনদ ও ১২ সেপ্টেম্বর স্বাক্ষরিত নাগরিক সনদপত্র জমা দিয়েছেন, যা আবেদনের পরে সংগ্রহ করা হয়েছে। পশ্চিমাঞ্চল রেলের চিফ পার্সোনাল অফিস সূত্রে জানা গেছে, আবেদনপত্র জমা দেওয়ার পরের তারিখে কোনো কাগজপত্র আবেদনপত্রে সংযুক্তি সম্ভব নয়। যদি তা হয়ে থাকে, সেটি জালিয়াতি। খন্দকার আনোয়ার হোসেনের অফার লেটারে (নিয়োগপত্র) দেখা যায়, আবেদনের মাত্র তিন মাসের মধ্যে তিনি নিয়োগ পান। এখানে জালিয়াতির বিষয়টি আরও স্পষ্ট। রেলের নিয়োগের আবেদনপত্র জমাদানের পরে ৬৪ জেলার আবেদন আলাদা করা হয়। এর পর চলে আবেদনপত্র ও সংযুক্তি কাগজপত্র যাচাই-বাছাই। এর পরে আবেদন এন্ট্রি, নির্বাচন পরীক্ষার কার্ড ইস্যু ও কার্ড প্রদান, ফলাফল প্রকাশ, উত্তীর্ণদের ডাক্তারি পরীক্ষা, পুলিশ ভেরিফিকেশনের পর চূড়ান্ত নিয়োগ। ধাপগুলো পার হতে ৮ থেকে ১২ মাসের বেশি সময় লাগলেও খন্দকার আনোয়ার হোসেন মাত্র তিন মাসেই নিয়োগ পান। তিনি ৯ সেপ্টেম্বর আবেদন করে নিয়োগপত্র পান ১৯ ডিসেম্বর। যোগদান করেন ২০০৫ সালের ১০ জানুয়ারি। খন্দকার আনোয়ার হোসেনকে (০১৭১২৩৩৬৭৯৯) একাধিকবার কল করা হলেও রং নম্বর (wrong number) বলে তিনি সংযোগ বিচ্ছিন্ন করে দেন। পশ্চিমাঞ্চল রেলের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
শিরোনাম
- সংগীতের ইতিহাসে নতুন অধ্যায়, পর্দায় ফিরছেন মাইকেল জ্যাকসন
- ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে যাচ্ছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাজাখস্তান
- কীভাবে চালু করবেন ফোনে ভিওএলটিই ফিচার
- ধ্বংসস্তূপে পরিণত ফিলিপাইন, এবার বিপর্যয়ের মুখে ভিয়েতনাম
- ইরানে ইসরায়েলি হামলায় জড়িত থাকার কথা স্বীকার করলেন ট্রাম্প
- এবার ভিয়েতনামে তাণ্ডব চালাচ্ছে কালমেগি
- দুই বছরের লড়াই শেষে যুদ্ধবিরতিতে সম্মত আরএসএফ
- চকরিয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত
- সিরিয়ার প্রেসিডেন্ট শারার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল জাতিসংঘ
- জুলাই সনদের ঐকমত্যের আইনানুগ বাস্তবায়নের আহ্বান বিএনপির
- আর্থিক খাতে জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনায় নির্দেশিকা জারি
- দুই ভাইয়ের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, অগ্নিসংযোগ
- জরুরি প্রয়োজন ছাড়া চিকিৎসকদের বদলি-পদায়ন আপাতত বন্ধ
- জকসু’র খসড়া ভোটার তালিকা প্রকাশ, মোট ভোটার ১৬৩৬৫
- আফগানিস্তানে ফের গোলাবর্ষণ পাকিস্তানের
- জবিতে প্রথমবর্ষের ভর্তি আবেদন শুরু ২০ নভেম্বর
- ইতালি যাওয়া হলো না সেই বিড়াল ক্যান্ডির
- শহিদুল আলমের মনোনয়নের দাবিতে সাতক্ষীরা-৩ আসনে বিক্ষোভ সমাবেশ
- চীনের ট্যুরিজম ডেভেলপমেন্ট প্রোগ্রামে আমন্ত্রণ পেলেন শাবির অধ্যাপক ইফতেখার
- মাদারীপুরে জাহানকে মনোনয়ন দেওয়ার দাবিতে মিছিল
অষ্টম কলাম
চাকরি জীবনের সবকিছুই ভুয়া
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে যাচ্ছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাজাখস্তান
৪৫ মিনিট আগে | পূর্ব-পশ্চিম
অ্যাঙ্গোলার বিপক্ষে প্রীতি ম্যাচ: আর্জেন্টিনার স্কোয়াডে মেসি, নেই মার্তিনেজ
৫৪ মিনিট আগে | মাঠে ময়দানে