ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি ও ভুয়া কাগজপত্র দাখিল করে ১৯ বছর ধরে পশ্চিমাঞ্চল রেলে এমএলএসএস পদে চাকরি করছেন খন্দকার আনোয়ার হোসেন নামের এক ব্যক্তি। পশ্চিমাঞ্চল রেলের প্রধান প্রকৌশলী দফতরে তিনি কর্মরত। ২০০৪ সালে জালিয়াতির মাধ্যমে তিনি চাকরিটি বাগিয়ে নেন। সূত্রে জানা গেছে, ২০০৪ সালে এমএলএসএস পদের কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত না হলেও খন্দকার আনোয়ার হোসেনকে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে তৎকালীন সিনিয়র ওয়েলফেয়ার অফিসার শেখ কামাল চাকরিটা পাইয়ে দেন। রেলওয়ের দফতর থেকে পাওয়া কাগজপত্রে দেখা যায়, খন্দকার আনোয়ার হোসেন এমএলএসএস পদের জন্য রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ২০০৪ সালের ৭ সেপ্টেম্বর ৫০ টাকার বিনিময়ে আবেদন ফরম ক্রয় করেন। জমা দেন ৯ সেপ্টেম্বর। কাগজপত্রে আরও দেখা যায়, আবেদনপত্র জমা দেওয়ার দুই দিন পরে অর্থাৎ ওই বছরের ১১ সেপ্টেম্বর ব্যাংক ড্রাফট, ১০ সেপ্টেম্বর স্বাক্ষরিত চারিত্রিক সনদ ও ১২ সেপ্টেম্বর স্বাক্ষরিত নাগরিক সনদপত্র জমা দিয়েছেন, যা আবেদনের পরে সংগ্রহ করা হয়েছে। পশ্চিমাঞ্চল রেলের চিফ পার্সোনাল অফিস সূত্রে জানা গেছে, আবেদনপত্র জমা দেওয়ার পরের তারিখে কোনো কাগজপত্র আবেদনপত্রে সংযুক্তি সম্ভব নয়। যদি তা হয়ে থাকে, সেটি জালিয়াতি। খন্দকার আনোয়ার হোসেনের অফার লেটারে (নিয়োগপত্র) দেখা যায়, আবেদনের মাত্র তিন মাসের মধ্যে তিনি নিয়োগ পান। এখানে জালিয়াতির বিষয়টি আরও স্পষ্ট। রেলের নিয়োগের আবেদনপত্র জমাদানের পরে ৬৪ জেলার আবেদন আলাদা করা হয়। এর পর চলে আবেদনপত্র ও সংযুক্তি কাগজপত্র যাচাই-বাছাই। এর পরে আবেদন এন্ট্রি, নির্বাচন পরীক্ষার কার্ড ইস্যু ও কার্ড প্রদান, ফলাফল প্রকাশ, উত্তীর্ণদের ডাক্তারি পরীক্ষা, পুলিশ ভেরিফিকেশনের পর চূড়ান্ত নিয়োগ। ধাপগুলো পার হতে ৮ থেকে ১২ মাসের বেশি সময় লাগলেও খন্দকার আনোয়ার হোসেন মাত্র তিন মাসেই নিয়োগ পান। তিনি ৯ সেপ্টেম্বর আবেদন করে নিয়োগপত্র পান ১৯ ডিসেম্বর। যোগদান করেন ২০০৫ সালের ১০ জানুয়ারি। খন্দকার আনোয়ার হোসেনকে (০১৭১২৩৩৬৭৯৯) একাধিকবার কল করা হলেও রং নম্বর (wrong number) বলে তিনি সংযোগ বিচ্ছিন্ন করে দেন। পশ্চিমাঞ্চল রেলের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
শিরোনাম
- সিলেটে ব্যাটারিচালিত রিকশা চলবে না : পুলিশ কমিশনার
- যে সকল ভারতীয়দের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র
- ৯১ রানে ৬ উইকেট হারিয়ে চাপে আফগানিস্তান
- জুলাই বিপ্লব পরবর্তীতে র্যাবের কার্যক্রম প্রশংসিত হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
- সার সংকটে ঝিনাইদহের কৃষক, উৎপাদন খরচ বাড়ার শঙ্কা
- ঐকমত্য কমিশনের আলোচনার মাধ্যমে রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে : প্রেস সচিব
- লিবিয়ায় মাফিয়াদের গুলিতে নিহত মাদারীপুরের যুবক
- ট্রাম্পের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই: ব্রাজিল প্রেসিডেন্ট
- ফিকি লিডারশিপ একাডেমি চালুর উদ্যোগ
- জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে পারেন তাকাইচি
- শেরপুরে পাহাড়ি ঢলে ঝিনাইগাতীর মহারশি নদীর পানি বিপদসীমার ওপর
- বগুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩টি পরিবারের পাশে তারেক রহমান
- ক্লিন সিটি গড়তে নতুন ল্যান্ডফিল্ড কেনা হবে: মেয়র
- আলোচনা ছাড়া কর্মসূচি গণতন্ত্রের জন্য শুভ নয় : মির্জা ফখরুল
- বলিভিয়ায় বাল্যবিবাহ বন্ধে আইন পাস
- বিদ্যালয়ে ঘুষকাণ্ড: অফিস সহায়ককে বের করে দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে
- ২০২৬ সালের অমর একুশে বইমেলা শুরু ১৭ ডিসেম্বর
- বগুড়ায় খাবার অযোগ্য বিট লবণ জব্দ, লাখ টাকা জরিমানা
- শ্রীপুরে উপজেলা আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
- ফিলিস্তিনপন্থী নেতা মাহমুদ খলিলকে আলজেরিয়া অথবা সিরিয়াতে প্রত্যাবর্তনের নির্দেশ
অষ্টম কলাম
চাকরি জীবনের সবকিছুই ভুয়া
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর