আগামী ৫ নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রে ভোটের মাঠ যত চাঙা হচ্ছে, ততই বিভিন্ন মহলে উৎকণ্ঠা বাড়ছে কে জিতবেন, আর কে পরাজিত হবেন তা নিয়ে। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষকসহ বিশ্বের কোনো মহলই এ প্রশ্নের নিশ্চিত উত্তর খুঁজে পাচ্ছেন না। কারণ নির্বাচন নিয়ে বিভিন্ন জনমত জরিপে কখনো সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কখনো ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে এগিয়ে থাকা দেখানো হচ্ছে। এ ক্ষেত্রে জরিপকারী গোষ্ঠীগুলোও পক্ষপাতদুষ্ট বলে বিশেষজ্ঞদের ধারণা। তবে তারা একটি বিষয়ে নিশ্চিত যে, ভোট যুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াই হবে। এর মধ্যদিয়ে ট্যাম্প-কমলার কেউ একজন বেরিয়ে আসবেন। সূত্র : রয়টার্স, বিবিসি, এএফপি।
এবারের ভোটযুদ্ধের প্রচারণায় কমলা হ্যারিস তার প্রতিপক্ষকে আক্রমণ করছেন ‘স্বৈরাচারী’ বলে, আর ট্রাম্প তার প্রতিপক্ষকে দূষছেন ‘উন্মাদ’ এবং ‘কট্টর উগপন্থি’ বলে। এমন বাস্তবতায় জনমত জরিপগুলোতে কখনো ট্রাম্পকে, আবার কখনো কমলাকে এগিয়ে থাকা দেখানো হচ্ছে। সর্বশেষ খবর অনুযায়ী, দুই দিন আগে পর্যন্ত জনসমর্থনের দিক দিয়ে ট্রাম্প থেকে কমলা সামান্য এগিয়ে ছিলেন। কিন্তু স্বতন্ত্র প্রার্থী রবার্ট এফ কেনেডি জুনিয়র ট্রাম্পকে সমর্থন জানিয়ে ভোটের ময়দান থেকে সরে আসায় কমলার জন্য বিপাকের কারণ হয়েছে। ফলে আগামী ১০ সেপ্টেম্বর ট্রাম্প-কমলার মুখোমুখি বাগযুদ্ধের জন্য অপেক্ষা করছেন ভোটারসহ পর্যবেক্ষকরা। ওই বাগযুদ্ধে যিনি ভালো করবেন, জনসমর্থন তার দিকে গড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে। এদিকে সাম্প্রতিক পরিচালিত এক জরিপে দেখা গেছে, কমলার চেয়ে সামান্য ব্যবধানে এগিয়ে আছেন ডোনাল্ড ট্রাম্প। ওয়াল স্ট্রিট জার্নালের জরিপে দেখা গেছে, আমেরিকানদের মধ্যে ট্রাম্পের সমর্থন ৪৯ শতাংশ। তার চেয়ে দুই শতাংশ পিছিয়ে কমলা হ্যারিস। অথচ মাসখানেক আগে এক জরিপ বলেছে, বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের চেয়ে ছয় শতাংশ এগিয়ে আছেন ট্রাম্প। কমলা সেই ব্যবধান ধীরে ধীরে কমিয়ে আনছেন।