নানা কর্মসূচির মধ্য দিয়ে গতকাল পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির ২৭ বছর পূর্তি উদযাপন করা হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর- বান্দরবান : বান্দরবানে পৃথক পৃথক কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উদযাপন করেছে পার্বত্য জেলা পরিষদ, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি, ইউপিডিএফ এবং পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। এদিন সকালে বান্দরবান শহরের রাজার মাঠে গণসমাবেশ ও আলোচনা সভার আয়োজন করে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস)। আয়োজনে প্রধান অতিথি ছিলেন জনসংহতি সমিতির কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক ও আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং মারমা। অনুষ্ঠানে বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক সালিম রাজা নিউটন এবং আঞ্চলিক পরিষদের সদস্য সাধুরাম ত্রিপুরা মিল্টন।
অন্যদিকে রাজার মাঠ সংলগ্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট (কেএসআই) মিলনায়তন প্রাঙ্গণে পায়রা উড়িয়ে দিবসের সূচনা ঘটায় বান্দরবান পার্বত্য জেলা পরিষদ। পরে শান্তিচুক্তির ২৭ বছরপূর্তি বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরিষদ চেয়ারম্যান প্রফেসর থানজামা লুসাইর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বান্দরবান সেনা রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মেহেদী হাসান, জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. মাসুম বিল্লাহ এবং পুলিশ সুপার মো. শহীদুল্লাহ কাওছার বক্তব্য দেন।
চুক্তির বিরোধিতাকারী হিসেবে পরিচিত আঞ্চলিক সংগঠন ‘ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)’ শান্তিচুক্তি দিবস উদযাপন করেছে বান্দরবান পৌর এলাকার বালাঘাটায়। বিকালে বাঙালিদের অধিকার আদায়ের প্রতিষ্ঠান পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের আয়োজন ছিল প্রেস ক্লাব সংলগ্ন মুক্তমঞ্চে।
রাঙামাটি : সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ও বৈষম্যমূলক ধারা বাতিল পূর্বক পার্বত্য চুক্তি পুনর্মূল্যায়নের দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। সকাল ১১টায় শহরে স্থানীয় একটি রেস্টুরেন্টের সম্মেলন কক্ষে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতা-কর্মীরা এসব কথা বলেন। এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের রাঙামাটি জেলা কমিটি সংগঠনের সভাপতি মো. শাব্বির আহমেদ। এ সময় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের রাঙামাটি জেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ সোলায়মান, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু বকর ছিদ্দিক, রাঙামাটি পৌর কমিটির সভাপতি ডা. মুহাম্মদ ইব্রাহিম ও পার্বত্য চট্টগ্রাম যুব পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. নূর হোসেন উপস্থিত ছিলেন।
খাগড়াছড়ি : পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণ বাস্তবায়নের দাবিতে জনসংহতি সমিতির (এম এন লারমা) উদ্যোগে মারমা উন্নয়ন সংসদের মিলনায়তনে গণসমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপত্বিত করেন জনসংহতি সমিতির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সুভাষ কান্তি চাকমা। প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুধাকর ত্রিপুরা। তিনি বলেন, দীর্ঘ ২৭ বছরেও চুক্তি বাস্তবায়ন না করা দুঃখজনক ও হতাশা জনক। এ ছাড়া পার্বত্য চট্টগ্রাম চুক্তির সাংঘর্ষিক ধারাসমূহ সংশোধনের দাবিতে খাগড়াছড়িতে সংবাদ সম্মেলন করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। সকালে খাগড়াছড়ি শহরের একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে চট্টগ্রাম নাগরিক পরিষদের খাগড়াছড়ি জেলা সভাপতি মুহা. লোকমান হোসাইন পার্বত্য চট্টগ্রাম চুক্তিকে সংবিধানবিরোধী ও বৈষম্যমূলক দাবি করে চুক্তির পুনর্মূল্যায়ন, পাহাড়ে শান্তি স্থাপনে ব্যর্থতার অভিযোগে আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান সন্তু লারমাকে অপসারণ, পাহাড়ের অবৈধ অস্ত্র উদ্বার ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য প্রত্যাহারকৃত নিরাপত্তা বাহিনীর সব ক্যাম্প পুনঃস্থাপনের দাবি জানান। এ সময় উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আনিসুজ্জামান ডালিম, খাগড়াছড়ি জেলা শাখার সহসভাপতি মো. নিজামউদ্দিন, সাধারণ সম্পাদক এস এম মাসুম রানা, কেন্দ্রীয় যুব পরিষদের সভাপতি আসাদ উল্লাহ ও ছাত্র পরিষদের জেলা সভাপতি মো. সুমন মিয়া প্রমুখ।