ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) বলেছে, গণতন্ত্র, মানবাধিকার, সুশাসন, ন্যায়বিচার, নির্ভীক মতপ্রকাশ, অবাধ চিন্তা ও বাক্স্বাধীনতা নিশ্চিতে অপরিহার্য পূর্বশর্ত হচ্ছে গণমাধ্যমের স্বাধীনতা। নজিরবিহীন আত্মত্যাগের বিনিময়ে অর্জিত ‘নতুন বাংলাদেশ’-এর অভীষ্ট অর্জনে মুক্ত গণমাধ্যম অন্যতম পূর্বশর্ত। এ পরিপ্রেক্ষিতে সার্বিক পরিস্থিতি বিবেচনায় গণমাধ্যমের চারটি বিষয় নিয়ে ১৭ দফা সুপারিশ প্রস্তাব করেছে সংস্থাটি। গতকাল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুসন্ধানী সাংবাদিকদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সংস্থাটির পক্ষ থেকে এ সুপারিশ তুলে ধরা হয়। টিআইবির ‘দুর্নীতিবিরোধী অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার ২০২৪’ পেয়েছেন তিনজন সাংবাদিক। ২০২৪ সালে টিআইবি অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার আঞ্চলিক সংবাদপত্র বিভাগের বিজয়ী হয়েছেন, একুশে পত্রিকার প্রধান শরিফুল হক রোকন। জাতীয় সংবাদপত্র বিভাগে বিজয়ী হয়েছেন দ্য ডেইলি স্টার পত্রিকার জ্যেষ্ঠ প্রতিবেদক জায়মা ইসলাম। টেলিভিশন বিভাগে বিজয়ী হয়েছেন যমুনা টেলিভিশনের আল
আমিন হক অহন। এ ছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ‘তালাশ’ টিমকে প্রামাণ্য চিত্র বিভাগে পুরস্কৃত করা হয়।