ময়মনসিংহের নান্দাইলে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে তুলে নিয়ে দুই মাস আটকে রেখে ধর্ষণ ও নির্যাতন করেছে মোহাম্মদ হোসাইন (২২) নামে এক যুবক। এই নির্যাতন সইতে না পেরে গতকাল দুপুরে নিজ বাড়িতে মারা গেছে ওই তরুণী।
নান্দাইল মডেল থানার ওসি মো. ফরিদ আহমেদ জানান, ‘তরুণীর লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’ তিনি জানান, অপহরণের পর ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে গত ৯ সেপ্টেম্বর মেয়েটির বাবা ময়মনসিংহ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে নালিশি মামলা করেন। ওই মামলায় মোহাম্মদ হোসাইন এজাহারভুক্ত আসামি।
নিহতের বাবার করা মামলার অভিযোগে বলা হয়, তার মেয়েকে প্রেমের প্রস্তাব দেন উপজেলার সিংরইল ইউনিয়নের কচুরি গ্রামের মোহাম্মদ হোসাইন। কিন্তু রাজি না হলে গত ১ জুন ১৪ বছর বয়সি মেয়েটিকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়। এর পর দুই মাস নারায়ণগঞ্জের একটি এলাকায় আটকে রেখে ধর্ষণ ও নির্যাতন করে ডান চোখ ক্ষত করে দেওয়ার পর গত ৬ সেপ্টেম্বর মেয়েটিকে বাড়ির পাশের সড়কে ফেলে যায় অপহরণকারী। তখন উদ্ধার করে মেয়েকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চোখের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকার আগারগাঁও চক্ষু হাসপাতালে পাঠানোর কথা বলেন, চিকিৎসকরা। ১৫ দিন চিকিৎসা শেষে মেয়ের ডান চোখ বাচাঁতে কর্ণিয়া তুলে ফেলা হয়। সেই কর্ণিয়া প্রতিস্থাপনের জন্য স্বজনরা ফ্রিজের মধ্যে রেখে দেন। এ অবস্থায় তারা তাদের মেয়েকে বাড়ি নিয়ে আসেন। কিন্তু গতকাল দুপুরে মেয়েটি মারা যায়।