চট্টগ্রামে বিশেষায়িত শিশু হাসপাতাল নির্মাণের জন্য সরকারি সিদ্ধান্ত হয়েছিল ২০১৭ সালে। সে অনুযায়ী ওই বছরের ১০ সেপ্টেম্বর চট্টগ্রামের সিভিল সার্জনকে প্রয়োজনীয় পরিমাণ জায়গা নির্ধারণের জন্য প্রস্তাব করেছিল স্বাস্থ্য মন্ত্রণালয়। পরে দুই একর জায়গাও নির্ধারণ করা হয়। কিন্তু সেখানে চট্টগ্রাম জেলা প্রশাসন স্পোর্টস এরেনা তৈরির ঘোষণা দেয়। তার পর পার হয়ে গেছে সাড়ে সাত বছর। ২০২২ সালের জুনের মধ্যে এই হাসপাতালেরর নির্মাণকাজ শেষ করার কথা ছিল। অথচ মেয়াদ শেষ হলেও হাসপাতালের কাজ এখন পর্যন্তও শুরু হয়নি। ফলে প্রশ্ন উঠেছে হাসপাতালটি আদৌ হবে কি না? চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, স্বাস্থ্য মন্ত্রণালয় ২০১৭ সালের ১০ সেপ্টেম্বর বিভাগীয় শহরে ‘ফিজিক্যাল ফ্যাসিলিটিজ ডেভেলপমেন্ট’ (পিএফডি) শীর্ষক অপারেশনাল প্ল্যানের আওতায় দুই একর জমিতে ২০০ শয্যার একটি করে বিশেষায়িত শিশু হাসপাতাল নির্মাণের প্রস্তাব করে। এর পর সিভিল সার্জন কার্যালয় বাকলিয়া মৌজার কর্ণফুলী সেতু সংলগ্ন একটি সরকারি জায়গা নির্ধারণ করে মন্ত্রণালয়ে পাঠায়। ২০১৮ সালের ১৩ নভেম্বর স্বাস্থ্যসেবা বিভাগ এর প্রশাসনিক অনুমোদনও দেয়। কিন্তু ভূমির একটি অংশে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক) কর্ণফুলী রিভার ফ্রন্ট রোড এবং সড়ক ও জনপথ বিভাগ শাহ আমানত সেতুর সংযোগ সড়ক বাস্তবায়ন করায় তারা আপত্তি তোলে। ২০১৯ সালের ৬ নভেম্বর নির্ধারিত ভূমি থেকে শূন্য দশমিক ৫৪ একর বাদ দিয়ে ১ দশমিক ৪৬ একর জমিতে হাসপাতাল নির্মাণে অনাপত্তি দেয় চউক। এরই মধ্যে তৈরি করা হয় নকশাও। ভূমি অধিগ্রহণের জন্য দেওয়া হয় অর্থ বরাদ্দ। কিন্তু গত বছরের জানুয়ারি মাসে জেলা প্রশাসন এই জায়গায় স্পোর্টস এরেনা তৈরির ঘোষণা দেয়। এ নিয়ে গত বছরের ১৬ জানুয়ারি সিভিল সার্জন কার্যালয় জেলা প্রশাসককে ‘প্রস্তাবিত ২০০ শয্যা বিশিষ্ট শিশু হাসপাতাল নির্মাণ প্রকল্পের ভূমিতে স্পোর্টস এরেনা তৈরি না করার জন্য’ অনুরোধ করে চিঠি দেওয়া হয়। জনস্বাস্থ্য অধিকার রক্ষা আন্দোলন চট্টগ্রামের সদস্য সচিব ডা. সুশান্ত বড়ুয়া বলেন, আমাদের দীর্ঘদিনের দাবি ছিল চট্টগ্রামে সরকারি উদ্যোগে একটি শিশু হাসপাতাল প্রতিষ্ঠার। পরে একটা শিশু হাসপাতাল করার জন্য জায়গা নির্ধারণ হওয়ার কথাও শুনেছি। কিন্তু এটা যদি অন্য কোনো সংস্থা ব্যবহার করতে চায়, তাহলে সেটা অন্যায় ও বেমানান। এটা জনদাবির বিপরীত। শিশু হাসপাতালের জায়গায় শিশু হাসপাতালই করা হোক। সংশ্লিষ্ট সংস্থার কাছে দাবি জানাই, অবিলম্বে যেন সেখানেই শিশু হাসপাতাল নির্মাণের কাজ শুরু হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাদি উর রহিম জাদিদ বলেন, শিশু হাসপাতালের জায়গায় এরোনা কমপ্লেক্স করার বিষয়ে কোনো সিদ্ধান্ত আমার জানা নেই।
শিরোনাম
- নগদ টাকার লেনদেন কমাতে পারলে দুর্নীতি কমে আসবে: গভর্নর
- প্রথমবারের মতো ভাড়াটিয়া-বাড়িমালিকদের নিয়ে বসছে ডিএনসিসি
- অন্যস্বর টরন্টোর আয়োজনে অভিনেত্রী শান্তা ইসলামের সঙ্গে কথোপকথন
- বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চল হবে দক্ষিণ এশিয়া: বিশ্বব্যাংক
- সাক্ষী না আসায় পিছিয়েছে আবু সাঈদ হত্যা মামলার শুনানি
- ৭৫ দেশের ২৫০টি সিনেমা নিয়ে ঢাকায় উৎসব
- তিন আর্জেন্টাইনের দাপটে ফাইনালে মায়ামি
- চোর সন্দেহে গণপিটুনীতে যুবক নিহত, আহত ৩
- সিডনিতে সাবেক এআইইউবিয়ানদের গ্র্যান্ড রিইউনিয়ন অনুষ্ঠিত
- জামিন পেলেন ঢাবি শিক্ষক হাফিজুর রহমান কার্জন
- বাউফলে জাল দলিল তৈরির দায়ে যুবকের কারাদণ্ড
- ৪৯ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া
- অন্তর্বর্তী সরকার ভালো দৃষ্টান্ত রেখে যাবে: পরিবেশ উপদেষ্টা
- কানাডা সহজ করেছে নাগরিকত্ব পাওয়ার নিয়ম
- বাংলাদেশি চিকিৎসক-নার্স নিয়োগে জিটুজি ফ্রেমওয়ার্ক প্রস্তাব সৌদির
- জাতীয় নির্বাচনে ভোট দিতে ২০ হাজার ৮৬২ প্রবাসীর নিবন্ধন
- মাত্র ১৬ বাসে ঠাঁই মিলল না জবির অধিকাংশ শিক্ষার্থীর
- অল্প সময়ের মধ্যে চার ভূমিকম্প কী ইঙ্গিত দিচ্ছে
- মুন্সীগঞ্জে ৩৯ কোটি টাকার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ
- ই-পারিবারিক আদালত দুর্নীতি কমাবে, সময়ও বাঁচাবে: আইন উপদেষ্টা
কী হবে চট্টগ্রামে বিশেষায়িত শিশু হাসপাতালটির
নির্মাণের আগেই প্রকল্পের মেয়াদ শেষ
রেজা মুজাম্মেল, চট্টগ্রাম
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর