চট্টগ্রামে বিশেষায়িত শিশু হাসপাতাল নির্মাণের জন্য সরকারি সিদ্ধান্ত হয়েছিল ২০১৭ সালে। সে অনুযায়ী ওই বছরের ১০ সেপ্টেম্বর চট্টগ্রামের সিভিল সার্জনকে প্রয়োজনীয় পরিমাণ জায়গা নির্ধারণের জন্য প্রস্তাব করেছিল স্বাস্থ্য মন্ত্রণালয়। পরে দুই একর জায়গাও নির্ধারণ করা হয়। কিন্তু সেখানে চট্টগ্রাম জেলা প্রশাসন স্পোর্টস এরেনা তৈরির ঘোষণা দেয়। তার পর পার হয়ে গেছে সাড়ে সাত বছর। ২০২২ সালের জুনের মধ্যে এই হাসপাতালেরর নির্মাণকাজ শেষ করার কথা ছিল। অথচ মেয়াদ শেষ হলেও হাসপাতালের কাজ এখন পর্যন্তও শুরু হয়নি। ফলে প্রশ্ন উঠেছে হাসপাতালটি আদৌ হবে কি না? চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, স্বাস্থ্য মন্ত্রণালয় ২০১৭ সালের ১০ সেপ্টেম্বর বিভাগীয় শহরে ‘ফিজিক্যাল ফ্যাসিলিটিজ ডেভেলপমেন্ট’ (পিএফডি) শীর্ষক অপারেশনাল প্ল্যানের আওতায় দুই একর জমিতে ২০০ শয্যার একটি করে বিশেষায়িত শিশু হাসপাতাল নির্মাণের প্রস্তাব করে। এর পর সিভিল সার্জন কার্যালয় বাকলিয়া মৌজার কর্ণফুলী সেতু সংলগ্ন একটি সরকারি জায়গা নির্ধারণ করে মন্ত্রণালয়ে পাঠায়। ২০১৮ সালের ১৩ নভেম্বর স্বাস্থ্যসেবা বিভাগ এর প্রশাসনিক অনুমোদনও দেয়। কিন্তু ভূমির একটি অংশে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক) কর্ণফুলী রিভার ফ্রন্ট রোড এবং সড়ক ও জনপথ বিভাগ শাহ আমানত সেতুর সংযোগ সড়ক বাস্তবায়ন করায় তারা আপত্তি তোলে। ২০১৯ সালের ৬ নভেম্বর নির্ধারিত ভূমি থেকে শূন্য দশমিক ৫৪ একর বাদ দিয়ে ১ দশমিক ৪৬ একর জমিতে হাসপাতাল নির্মাণে অনাপত্তি দেয় চউক। এরই মধ্যে তৈরি করা হয় নকশাও। ভূমি অধিগ্রহণের জন্য দেওয়া হয় অর্থ বরাদ্দ। কিন্তু গত বছরের জানুয়ারি মাসে জেলা প্রশাসন এই জায়গায় স্পোর্টস এরেনা তৈরির ঘোষণা দেয়। এ নিয়ে গত বছরের ১৬ জানুয়ারি সিভিল সার্জন কার্যালয় জেলা প্রশাসককে ‘প্রস্তাবিত ২০০ শয্যা বিশিষ্ট শিশু হাসপাতাল নির্মাণ প্রকল্পের ভূমিতে স্পোর্টস এরেনা তৈরি না করার জন্য’ অনুরোধ করে চিঠি দেওয়া হয়। জনস্বাস্থ্য অধিকার রক্ষা আন্দোলন চট্টগ্রামের সদস্য সচিব ডা. সুশান্ত বড়ুয়া বলেন, আমাদের দীর্ঘদিনের দাবি ছিল চট্টগ্রামে সরকারি উদ্যোগে একটি শিশু হাসপাতাল প্রতিষ্ঠার। পরে একটা শিশু হাসপাতাল করার জন্য জায়গা নির্ধারণ হওয়ার কথাও শুনেছি। কিন্তু এটা যদি অন্য কোনো সংস্থা ব্যবহার করতে চায়, তাহলে সেটা অন্যায় ও বেমানান। এটা জনদাবির বিপরীত। শিশু হাসপাতালের জায়গায় শিশু হাসপাতালই করা হোক। সংশ্লিষ্ট সংস্থার কাছে দাবি জানাই, অবিলম্বে যেন সেখানেই শিশু হাসপাতাল নির্মাণের কাজ শুরু হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাদি উর রহিম জাদিদ বলেন, শিশু হাসপাতালের জায়গায় এরোনা কমপ্লেক্স করার বিষয়ে কোনো সিদ্ধান্ত আমার জানা নেই।
শিরোনাম
- মুন্সিগঞ্জে মাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন
- ছবি ও অ্যাপ ডিলিট ছাড়াই আইফোনের স্টোরেজ খালি করুন!
- ‘ফ্যাসিবাদের শাসনামলে আলেমরা সবচেয়ে বেশি জুলুম-নির্যাতনের শিকার’
- পরিবেশ, জনস্বাস্থ্য রক্ষা ও জলাবদ্ধতা নিরসনে অগ্রাধিকার দেয়া হবে: ডিএনসিসি প্রশাসক
- ডেভিল হান্ট : সিংড়ায় যুবলীগ নেতাসহ গ্রেফতার ৩
- গাইবান্ধায় গাঁজাসহ নারী গ্রেফতার
- বড়াইগ্রামে ত্রিমুখী সংঘর্ষে পিকআপের চালক নিহত
- প্রথম কূটনৈতিক সফরে জাপানে তালিবান প্রতিনিধিদল
- চট্টগ্রামে আওয়ামী লীগের নেতাকর্মীসহ গ্রেফতার ৩৯
- সিলেটে অতিথি পাখি বিক্রির দায়ে পাঁচ রেস্তোঁরাকে জরিমানা
- 'প্রান্তিক পর্যায়ে নিরাপত্তায় কাজ করছে আনসার সদস্যরা'
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ও স্বজনদের শাহবাগ অবরোধ
- বান্দরবানে নারী পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার
- তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে চলছে অবস্থান কর্মসূচি
- সিরাজগঞ্জে পাউবোর উদ্যোগে গণশুনানি অনুষ্ঠিত
- প্লাস্টিক দূষণ রোধে মানসিকতার পরিবর্তন করতে হবে : পরিবেশ উপদেষ্টা
- পিরোজপুরে খাল থেকে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার
- আতিকসহ ছয়জনকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ
- মিরপুর ও হাতিরঝিলে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত
- কায়রোতে ভবন ধসে হতাহত ১৮
কী হবে চট্টগ্রামে বিশেষায়িত শিশু হাসপাতালটির
নির্মাণের আগেই প্রকল্পের মেয়াদ শেষ
রেজা মুজাম্মেল, চট্টগ্রাম
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর