কুমিল্লার লাকসামে নিখোঁজের এক দিন পর পুকুর থেকে দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল ভোরে পৌরসভার গুনতি গ্রামের একটি পুকুর থেকে মোহাম্মদ আলীর ছেলে শাব্বির (১০) ও রুবেলের ছেলে জিহাদের (৭) লাশ উদ্ধার করা হয়। তারা স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।
এলাকাবাসী ও আত্মীয়দের সূত্রে জানা গেছে, সোমবার দুপুরের পর তারা নিখোঁজ হয়। সন্ধ্যার পরও বাড়ি না ফেরায় আত্মীয়স্বজনের বাড়ি ও আশপাশের এলাকার অনেক খোঁজাখুঁজি করা হয়। গতকাল সকালে বাড়ির পাশের একটি পুকুরে স্থানীয়রা লাশ ভাসতে দেখেন। পরে শিশুদের স্বজন ও এলাকাবাসী তাদের লাশ উদ্ধার করেন। তাদের মৃত্যু রহস্যজনক বলে জানায় শিশুদের পরিবার। তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে তদন্তের দাবি জানিয়েছেন।
লাকসাম থানার সহকারী উপপরিদর্শক চুমকি বড়ুয়া বলেন, সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। প্রাথমিকভাবে অপমৃত্যু মামলা করা হয়েছে।