বিজেপিশাসিত রাজ্যগুলোতে বাঙালিদের হেনস্তার প্রতিবাদে প্রায় প্রতিদিনই ভারতে মিছিল, বিক্ষোভ, প্রতিবাদ হচ্ছে। ‘ভাষা আন্দোলন’র ডাকও দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এ অবস্থায় ভারতীয় ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলী তার অবস্থার কথা পরিষ্কার করেননি।
এ বিষয়ে গতকাল তাকে প্রশ্ন করা হলে তিনি প্রসঙ্গ এড়িয়ে বলেন, ‘আমি পশ্চিমবঙ্গে বড় হয়েছি। আমি এখানেই ক্রিকেট খেলি, এখানেই কাজ করি। কলকাতা আমার প্রিয় শহর। আমি আমারটা বলতে পারি। এর বাইরে কোথায় কী হয়েছে আমার সত্যি জানা নেই।’
উচ্ছেদ অভিযান আটকে দিলেন আদালত : দিল্লির বসন্তকুঞ্জ এলাকার জয়হিন্দ কলোনিতে বসবাসকারী বাঙালিদের উচ্ছেদে স্থগিতাদেশ দিয়েছেন দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট।
গতকাল আদালতের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, জয়হিন্দ কলোনিতে আপাতত উচ্ছেদ অভিযান বন্ধ থাকবে। এদিকে আদালতের এ আদেশকে বড় সাফল্য বলে মনে করছে তৃণমূল কংগ্রেস। এ বিষয়ে এক্স হ্যান্ডেলে তৃণমূল জানিয়েছে, ন্যায়বিচারের লড়াইয়ে এটি এক গুরুত্বপূর্ণ অগ্রগতি।
জানা গেছে, এই জয়হিন্দ কলোনিতে বসবাসকারী কয়েক শতাধিক বাংলা ভাষাভাষী মানুষ, যাদের অনেকেই কোচবিহারের স্থায়ী বাসিন্দা।