রাজধানীর বাজারে ইলিশ থেকে রুই-কাতলা, সবজি থেকে মুরগি-ডিমসহ সব নিত্যপণ্যের দাম বাড়ছে। সরবরাহে ঘাটতি না থাকলেও এক সপ্তাহের ব্যবধানে মাছের দাম কেজিপ্রতি বেড়েছে ৫০ থেকে ১০০ টাকা। সবজির দামও নাগালের বাইরে। এমন অস্থির বাজারে হাঁসফাঁস করছে সাধারণ মানুষ।
গতকাল শান্তিনগর ও মালিবাগ বাজার ঘুরে দেখা যায়, ১ কেজির বেশি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে দুই থেকে আড়াই হাজার টাকায়। ৭০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ইলিশ মিলছে ১৬০০ থেকে ২ হাজার এবং জাটকা ৬০০ থেকে ৮০০ টাকায়।
শুধু ইলিশ নয়, অন্য মাছের দামেও স্বস্তি নেই। রুই ও কাতলা কেজিপ্রতি ৩৪০ থেকে ৩৬০, শিং ৪০০ থেকে ৫০০, পাবদা ৫০০ থেকে ৬০০ টাকায় বিক্রি হচ্ছে। পাঙাশ, তেলাপিয়া ও সিলভার কার্প মিলছে ২০০ থেকে ২৬০ টাকায়। কাজলি, ট্যাংরা, চিংড়ির মতো ছোট মাছ বিক্রি হচ্ছে কেজি ৭০০ থেকে ১২০০ টাকায়। এদিকে এক মাসের বেশি সবজির দাম চড়া। আলু ও পেঁপে ছাড়া ১০০ টাকার কমে অন্য কোনো সবজি মিলছে না। গোল বেগুনের কেজি ১২০-১৩০, লম্বা বেগুন ১০০, ঝিঙা ৮০ থেকে ১০০, বরবটি ১০০, লাউ ৮০ এবং কাঁচা মরিচ ১৫০ থেকে ১৭০ টাকা। পিঁয়াজ আমদানি হলেও বাজারে এর প্রভাব পড়েনি। মানভেদে পিঁয়াজ বিক্রি হচ্ছে ৮০-৯০ টাকা কেজি। প্রাণিজাত পণ্যের বাজারেও একই চিত্র। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে কেজি ১৭৫ থেকে ১৮০, সোনালি ২৮০ থেকে ৩০০, কক ৩১০, দেশি মোরগ ৬৫০ টাকা। ডিমের ডজন ১৪০ থেকে ১৫০ টাকা। সব মিলিয়ে রাজধানীর বাজারে প্রায় প্রতিটি পণ্যের দাম ক্রমেই সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। পণ্য সরবরাহ থাকলেও নিয়ন্ত্রণের অভাব আর অস্থির বাজার পরিস্থিতি ক্রেতাদের নাভিশ্বাস ফেলার মতো অবস্থায় ঠেলে দিয়েছে।