বরিশালের আগৈলঝাড়া উপজেলায় গাছবোঝাই ঠেলাগাড়ির ভারে আয়রন ব্রিজ ভেঙে খালে পড়েছে। এতে চার দিন ধরে ভোগান্তিতে পড়েছে ওই এলাকার তিন শতাধিক পরিবার। গতকাল উপজেলা প্রশাসনসহ প্রকৌশলী ব্রিজটি পরিদর্শন করেছেন।
স্থানীয়রা জানায়, উপজেলার রত্নপুর ইউনিয়নের উত্তর বারপাইকা (হাওলা) গ্রামে আট বছর আগে ইউনিয়ন পরিষদের অর্থায়নে একটি আয়রন ব্রিজ নির্মাণ করা হয়। গত ২৩ অক্টোবর ওই ব্রিজের ওপর দিয়ে গাছবোঝাই ঠেলাগাড়ি নেওয়ার সময় অতিরিক্ত ভারে ব্রিজটি খালে ভেঙে পড়ে। ব্রিজটি ভেঙে যাওয়ায় বর্তমানে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
স্থানীয় অখিল মণ্ডল জানান, বহুবার নিষেধ করার পরেও গাছ ব্যবসায়ী লোকমান খান লোকজন নিয়ে জোরপূর্বক ব্রিজের ওপর দিয়ে গাছবোঝাই ঠেলাগাড়ি নিয়ে যাওয়ার সময় ব্রিজটি ভেঙে ফেলে। তবে গাছ ব্যবসায়ী লোকমান খান বলেন, ‘গাছ পারাপারের সময় আমি ছিলাম না। শ্রমিকরা এ কাজ করছে। আমি ওই ভাঙা স্থানে চলাচলের জন্য ব্যবস্থা করে দেব।’
আগৈলঝাড়া উপজেলা প্রকৌশলী রবীন্দ্র চক্রবর্তী বলেন, সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুরোনো ব্রিজ হওয়ায় আয়রন দেবে গিয়ে এ দুর্ঘটনা ঘটেছে।