জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতীক হিসেবে শাপলা দেওয়ার বিষয়টি নাকচ করে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সূত্র জানিয়েছে, ইসি শাপলার পরিবর্তে কলম বা মোবাইল প্রতীক এনসিপিকে দেওয়ার চিন্তা করছে। চলতি সপ্তাহে এ বিষয়ে আদেশ জারি করার কথা বলেছে ইসি। ইসি বলছে, এনসিপি যদি ‘শাপলা’ ছাড়া অন্য প্রতীক না নেয়, তাহলে কমিশন নিজে থেকেই প্রতীক বাছাই করে দিয়ে দিবে। এক্ষেত্রে শাপলার পরিবর্তে কলম বা মোবাইল হতে পারে এনসিপির প্রতীক। কেননা দল হিসেবে নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে করা প্রথম আবেদনে এনসিপি প্রতীক হিসেবে শাপলা, কলম ও মোবাইল- এই তিনটি উল্লেখ করেছিল। যদিও পরবর্তী সময়ে শাপলা, সাদা শাপলা ও লাল শাপলা প্রতীক হিসেবে বরাদ্দ চেয়ে ইসিতে আবেদন করে দলটি। তবে কমিশনের তালিকায় ‘শাপলা’ না থাকায় ‘কলম’ ও ‘মোবাইল’ থেকেই যে কোনো একটি ‘প্রতীক’ চূড়ান্ত হতে পারে বলে ইসি সূত্র নিশ্চিত করেছে।
এ বিষয়ে সোমবার ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ গণমাধ্যমকে জানান, বিধিমালায় ‘শাপলা’ প্রতীক না থাকায় এনসিপিকে সেটি দেওয়ার সুযোগ নেই। তিনি বলেন, ইসি স্ববিবেচনায় এনসিপিকে অন্য প্রতীক দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করবে। আর এটি এ সপ্তাহেই করবে ইসি। তবে প্রতীক ইস্যুতে এখনো অনড় অবস্থানে এনসিপি। দলের প্রতীক হিসেবে শুরু থেকে ‘শাপলা’ চেয়ে আসছে দলটি।