পারিবারিক বা খুব কাছের কারো বিয়ে, জন্মদিন, বিবাহ বার্ষিকী ইত্যাদি উৎসবের দিনে নিজেকে সতেজ আর আরেকটু বেশি আকর্ষণীয় দেখাবে এমনটাই সবাই চায়। আর এজন্য জেনে রাখুন দরকারী কিছু টিপস:
- উৎসবের আগের নারিকেল তেল বা অলিভ অয়েল চুলের গোড়ায় ভালো করে ম্যাসাজ করুন। পরদিন শ্যাম্পু করুন দেখবেন চুল কেমন চকচকে আর ঝরঝরে দেখাচ্ছে।
- গোসলের দুই ঘণ্টা আগে প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি ফেসওয়াশ দশমিনিট মুখে রেখে যত্ন করে মুখ ধুয়ে নিন।
- সারা শরীরে অলিভ অয়েল ম্যাসাজ করুন। এর এক ঘন্টা পর উন্নতমানের বিউটি সোপ দিয়ে গোসল সারুন।
- উৎসবে যে শাড়ি বা ড্রেসটি পরতে চান সেটি নির্বাচন করুন। এরপর তার সঙ্গে মিলিয়ে গয়না, পার্টস, সেন্ডেল রেডি করে রাখুন। - - চুল যেভাবেই বাঁধুন না কেন শেষে একটু হেয়ার স্প্রে লাগিয়ে নিলে চুল একদম সেট থাকবে। হেয়ার স্প্রে না থাকলে হেয়ার জেল আর পানি একসাথে মিশিয়ে নিয়ে লাগালেও চুল ঠিকঠাক থাকবে।
- সারাদিনে পানি, লাচ্ছি, জুস ইত্যাদি খাবেন। এতে শরীরের আর্দ্রতা বজায় থাকবে আর সারাক্ষণই আপনাকে খুব সতেজ দেখাবে।