সুন্দর মুখের কদর সর্বত্র। সুন্দর নারীদের প্রতি যেমন পুরুষের দুর্বলতা সর্বজন স্বীকৃত, তেমনি সুন্দর মুখশ্রীর পুরুষের প্রতিও নারীদের আকর্ষণ স্বাভাবিকভাবেই বেশি। কিন্তু জানেন কি সুমুখুশ্রী সম্পন্ন পুরুষদের শুক্রানু অত্যন্ত নিম্ন মানের হয়? সম্প্রতি স্পেনের একদল বিজ্ঞানী এ দাবিই করেছেন।
গবেষকরা স্পেনের ভ্যালেন্সিয়া বিশ্ববিদ্যালয়ের ৫০জন ককেশীয় পুরুষের ওপর পরীক্ষা চালিয়ে দেখেছেন সুদর্শন পুরুষদের শুক্রানু অত্যন্ত নিম্ন মানের।
বহুক্ষেত্রে দেখা যায় পুরুষদের বাহ্যিক সৌন্দর্য নারীদের বিশেষভাবে আকর্ষণ করে। অনেক নারী মনে করেন সুন্দর পুরুষদের সঙ্গে মিলিত হলে তাদের পরবর্তী প্রজন্মও সুন্দর, সুস্বাস্থ্যের অধিকারী হবে। কিন্তু নতুন গবেষণা দাবি করছে বাহ্যিক সৌন্দর্য্য ঠিক এর বিপরীত কাজটিই করে থাকে। এক্ষেত্রে দেখা গেছে, বাহ্যিকভাবে সুন্দর অনেক পুরুষের শুক্রানু ডিম্বানু নিষিক্ত করার ক্ষমতাও রাখে না। এমনকি বাহ্যিক পৌরুষও নিম্ন মানের শুক্রানু তৈরি করে।