চোখের তলায় কালির প্রলেপে আপনাকে আরও ক্লান্ত আর বয়স্ক দেখাতে পারে। কয়েকটা সহজ টোটকার সাহায্যে খুব সহজেই চোখের তলার কালি মুছে ফেলতে পারেন।
- চোখের চারপাশে নারকেল তেল দিয়ে ম্যাসাজ করুন। নিয়মিত করলে কয়েকদিনের মধ্যে ডার্ক সার্কেল অনেকটা কমে যাবে। আর চোখের তলার সূক্ষ্ম দাগও মিলিয়ে যাবে।
- নিয়মিত শসা লাগালে চোখের তলার কালি চলে যাবে। মোটা করে শশা কাটুন। ৩০ মিনিট ফ্রিজে রেখে ঠাণ্ডা করে চোখের ওপর ২০ মিনিট দিয়ে রাখুন।
- গোলাপ জল খুব ভাল কাজ দেয় ডার্ক সার্কেল তুলে ফেলতে। তুলা ভাল করে গোলাপ জলে ভিজিয়ে বন্ধ চোখের ওপর এবং নিচে ১৫ মিনিট লাগিয়ে রাখুন। তারপর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।
- আলুতে প্রাকৃতিক ব্লিচিং প্রপার্টি আছে। তাই আলুর রস দাগছোপ মুছে ফেলতে সাহায্য করে। একটু আলু গ্রেট করে তার থেকে রস চিপে বের করে নিন। রস তুলোয় ভিজিয়ে চোখের চারপাশে লাগান। ১৫ মিনিট পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।
- আমন্ড তেলও খুব সহজেই চোখের চারপাশের কালো ছোপ মিটিয়ে দেবে। কয়েক ফোঁটা আমন্ড তেল নিয়ে চোখের চারপাশে ম্যাসাজ করুন। সব থেকে ভাল হয় রাতে শুতে যাওয়ার আগে এটা করতে পারলে।
- আলুর মতো টমেটোতেও প্রাকৃতিক ব্লিচিং উপাদান আছে। টমেটোর রস ১০ মিনিট চোখের চারপাশে লাগিয়ে রাখুন। ১০ মিনিট পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন |
বিডি-প্রতিদিন/১৫ এপ্রিল, ২০১৫/ রশিদা