ব্রণের সমস্যায় সচরাচর নারী পুরুষ উভয়েই ভোগে থাকেন। অনেকেই বিশেষ করে তরুণ-তরুণীদের এ নিয়ে একটি বেশি দুশ্চিন্তায় ভোগতে দেখা যায়। তবে এ সমস্যা থেকে উত্তরণ কিন্তু আসলে তেমন কোনো ব্যাপার না। মূলত ত্বকে ময়লা জমে যাওয়া এবং রোমকূপ বন্ধ হয়ে যাওয়ার কারণেই ব্রণ হয়। আর এই সমস্যা খেকে উত্তরণ মিলবে মাত্র ১ রাতের মধ্যেই। ব্তবে রণ থেকে পুরোপুরি মুক্তি পেতে একটু সময় লাগলেও ব্রণের আকার ও লালচে ফোলাভাব যদি একরাতের মধ্যেই দূর করে ফেলা যায় তাহলে অনেক উপকার পাওয়া যায়। এজন্য কোনো ওষুধ খেতে হবে না বা কোনো ইনজেকশন নিতে হবে না। ঘরের প্রাকৃতিক কিছু উপাদানেই এই কাজটি করে ফেলা সম্ভব। জেনে নেওয়া যাক এক রাতেই ব্রণ দূর করার চমৎকার এই কৌশলটি :
করণীয় : ২ চা চামচ আপেল সিডার ভিনেগার, ১ বা দেড় চা চামচ লেবুর রস ও ১ বা দেড় চা চামচ বেকিং সোডা।
ব্যবহার পদ্ধতি : রথমে একটি পরিষ্কার বাটিতে আপেল সিডার ভিনেগার নিয়ে এতে তাজা লেবুর রস চিপে দিন। এরপর এতে দিন বেকিং সোডা। এতে বুদবুদ বা গ্যাস সৃষ্টি হবে। ভয় পাবেন না। কিছুক্ষণ রেখে দিন ও গ্যাস বের হয়ে যেতে দিন। ত্বক ভালো করে পরিষ্কার করে নিয়ে এই মিশ্রণটি ত্বকে লাগিয়ে নিন। ইচ্ছে হলে পুরো ত্বকে লাগাতে পারেন অথবা শুধু ব্রণের উপরেও লাগাতে পারেন। ১৫-২০ মিনিট রেখে ভালো করে ধুয়ে ফেলুন। সকালে ব্রণের লালচে ফোলাভাব কমে যাওয়া নিজেই টের পাবেন। বাকি মিশ্রনটুকু ফ্রিজে এয়ার টাইট বোতলে সংরক্ষণ করতে পারেন।
উল্লেখ্য, লেবুর রসে কারো অ্যালার্জি থাকে এই পদ্ধতি ব্যবহার করা থেকে বিরত থাকুন। এই লিংকে গিয়ে এই সম্পর্কিত ভিডিওটি দেখে নিতে পারেন : https://www.youtube.com/watch?v=d6iVSIPPuNU