নারীর প্রথম পছন্দের পোশাক শাড়ি। কোনো বিশেষ অনুষ্ঠান মানেই শাড়ি পরা চাই। শাড়ির সঙ্গে মানানসই এবং ফ্যাশনেবল ব্লাউজ নারীকে অনেক বেশি আকর্ষণীয় করে তোলে। হালের ফ্যাশনে ব্লাউজের ডিজাইনে থাকবে একদমই ভিন্ন কিছু নকশা। একই সঙ্গে পুরোনো কিছু ডিজাইনও আবার ফিরে আসবে নতুন রূপে। দেখে নিন বিগত দুবছর ধরে চলছে এবং এ বছরও চল থাকবে সে রকম কিছু ব্লাউজের ডিজাইন।
স্টোন ওয়ার্ক করা ব্লাউজ
পাথরের কাজ করা ব্লাউজ অনেকদিন ধরেই জনপ্রিয় নারীদের কাছে। ক্ন্তিু ২০১৫ সালে তা থাকবে নতুন রূপে। বোট কলার দিয়ে ব্লাউজ তৈরি করে পেছনের পুরোটা ঢেকে দিতে হবে নেট দিয়ে। স্টোনের কাজটা থাকবে সেই নেটে। স্টোন বসানো নেট এখন বাজারে কিনতে পাওয়া যাচ্ছে। ব্লাউজের পেছন দিকটা তোই কাপড় দিয়ে তৈরি করলে দারুণ লাগবে।
গলায় ফ্রিল দেয়া ব্লাউজ
যেকোনো ধরনের গলার ডিজাইনে পাতলা কাপড় দিয়ে ফ্রিল দেয়া ব্লাউজ এবারের নতুন ফ্যাশন। কমবয়সী মেয়েদের জন্য মানানসই হবে এই ব্লাউজ। ব্লাউজ হবে স্লিভ লেস কিংবা ফুল স্লিভ। ছোট হাতার ব্লাউজে ফ্রিল ভালো লাগবে না।
ঘটি হাতা গ্ল্যাডিয়েটর ব্লাউজ
তরুণীদের মানাবে ছোট ঘটি হাতা দিয়ে পেছনে ক্রিসক্রস ফিতার ডিজাইন দেওয়া ব্লাউজ।
ভারী কাজ করা ফুল হাতা ব্লাউজ
গত দুবছর ধরেই চলছে ভারী কাজ করা হাই নেক ব্লাউজ। এবার হাই নেকে বদলে দেখা যাবে বড় গলার ফুল হাতা ব্লাউজ, সঙ্গে ভারী কাজ তো থাকবেই।
একপাশে এমব্রয়ডারি ও পেছনে বাঁধা
এবার পুরো বছর জুড়েই থাকবে এমব্রয়ডারি ব্লাউজের ফ্যাশন। একপাশে এমব্রয়ডারিটাও চলবে খুব। একই সঙ্গে আশির দশকের পেছনে বাঁধা ব্লাউজগুলোও এবার ফ্যাশনে ফিরে আসতে যাচ্ছে।
বিডি-প্রতিদিন/ ২৬ এপ্রিল, ২০১৫/ রশিদা