নারী স্বাস্থ্যের উপরে বিভিন্ন সময়ে গবেষণা কার্যক্র পরিচালনা করেছেন গবেষকরা। এরই প্রেক্ষিতে জানা গেছে অনেক দরকারী তথ্য। জেনে নিন নারীস্বাস্থ্য বিষয়ে দরকারী ৭টি তথ্য।
১. বিষণ্নতা নারীর বিপাক ক্রিয়ায় বিঘ্ন ঘটায়।
২. বাড়িতে মাত্র ৫ মিনিট দৌড়ান, আয়ু বাড়বে।
৩. বেশি বেশি কাজ করলে তা ক্ষয়রোগের কারণ হতে পারে।
৪. সিগারেটের মতো সোডাও নারীদের দ্রুত বুড়ো বানিয়ে দেয়।
৫. পরিশ্রম করেও ওজন না কমা খুব সাধারণ বিষয়।
৬. স্ট্রেস নারীর উর্বরতা কমিয়ে দিতে পারে।
৭. সকালে ঘরে আলো-বাতাস প্রবেশ করতে দিলে বডি ম্যাস ইনডেক্স কম থাকতে পারে।
বিডি-প্রতিদিন/ ২৮ এপ্রিল, ২০১৫/ রশিদা