চুলে মাঝে মধ্যে পরিবর্তন আনতে অনেকেরই মন চায়। যাদের চুল স্ট্রেইট বা সোজা, তারা অনেক সময় চুলগুলোকে কোঁকড়া করতে চান। আর তখনই দৌঁড়াতে হয় পার্লারে। কিন্তু ঘরে বসে কোন কেমিক্যাল বা তাপ প্রয়োগ ছাড়া নিজেই এ কাজটি করে নেওয়া যায়। দরকার হবে শুধু কিছু টিস্যু পেপার। আসুন দেখে নিই কীভাবে ঘরে বসে টিস্যু দিয়ে চুল কোঁকড়া করা যায়-
উপকরণ:
-টিস্যু পেপার (কিচেন ন্যাপকিন বা একটু ভারী টয়লেট টিস্যু হলে ভালো, চাইলে কাপড়ের টুকরোও ব্যবহার করা যায়)
-পানি বা হেয়ার স্প্রে
পদ্ধতি:
-চুল ভালো করে আঁচড়ে নিন। তারপর চুলে ভালো মত পানি স্প্রে করে নিন। চুল কাকভেজা হবে না, কিন্তু ভেজা ভেজা হবে। পানি দিতে না চাইলে হেয়ার স্প্রেও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে অনেকটা স্প্রে ব্যবহার করতে হবে।
-টিস্যুকে লম্বা টুকরো করে নিন। এবার ভিডিওতে দেখানো উপায়ে চুলের একদম নিচ থেকে শুরু করে চুল আস্তে আস্তে টিস্যুর সাথে পেঁচাতে থাকুন।
-পেঁচিয়ে একদম উপরের দিকে চলে এলে আস্তে করে টিস্যুতে গিঁট দিয়ে দিন।
-যত শক্ত করে চুল পেঁচাবেন ও গিঁট দেবেন, চুল ততই বেশি কোঁকড়া কোঁকড়া হবে।
-চুল শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। যত বেশি সময় রাখবেন, কোঁকড়া ভাবটা তত সুন্দর আসবে। চাইলে রাতে করে ঘুমাতেও পারেন।
-তারপস আস্তে আস্তে টিস্যু পেপারগুলো খুলে নিন। বেশি সোজা চুল হলে খোলার পর হেয়ার স্প্রে ছিটিয়ে দিন, চুল অনেকটা সময় সেট থাকবে।
বিস্তারিত দেখে নিন এই ভিডিওতে:https://www.youtube.com/watch?v=8vJmk1brVNw
বিডি-প্রতিদিন/১৬ মে ২০১৫/ এস আহমেদ