বিয়ে নিয়ে বাঙালি মেয়ের মনে নানারকম স্বপ্ন থাকে। সেই স্বপ্নে একটা ঘর থাকে যেখানে একজন ভালোবাসার মানুষ থাকে, আরও থাকে নতুন পরিবারকে ঘিরে আশা-আকাঙ্ক্ষা। কিন্তু প্রায় সব বাঙালি মেয়েকেই বিয়ের পর কিছু স্বপ্নভঙ্গের সামনে পড়তে হয়। জেনে নিন তেমন ৭টি বিষয়।
- শ্বশুরবাড়িকে ঘিরে বিয়ের আগে যত স্বপ্ন দেখা হোক না কেন বাস্তবতা এটাই যে শ্বশুরবাড়ি প্রকৃতপক্ষে নিজের বাড়ি হয়ে ওঠে না। তবে যদি স্বামীকে নিয়ে আলাদা থাকেন যারা তাদের কারো কারো ক্ষেত্রে এর ব্যতিক্রম ঘটে থাকে।
- যত ভালো মেয়ে হোন না কেন আপনি বিয়ের পর কমবেশি কিছু কমন কথা আপনাকে শুনতেই হবে। সেসব কথার মধ্যে আপনার নিজের যে পরিবার, বাবা-মা-ভাই-বোন নিয়ে দু'চারটা কথা থাকবে।
- বিয়ের আগে প্রেমিক যেমন ঘনঘন ফোন করতেন, সেই মানুষই স্বামী হবার পর মনযোগ দেয়া কমিয়ে দেন। অথচ বিয়ের আগেও তার ব্যস্ততার পরিমাণ একইরকম ছিল।
- কেউ কেউ প্রেম করার সময় কোনো জটিলতা বা সমস্যা থাকলে ভাবেন বিয়ের পর সব ঠিক হয়ে যাবে। আসলে এটা খুবই ভুল চিন্তা। সম্পর্কে বিয়ের আগে ঝামেলা থাকলে, সেটা বিয়ের পরও ঠিক না হবার আশঙ্কা উড়িয়ে দেয়া যায় না।
- সংসার নিয়ে মেয়েদের মনে থাকা রোমান্টিক চিন্তাভাবনা বিয়ের পর বেশিরভাগই ভেঙে যেতে বাধ্য। কেননা সংসার মানে পরিশ্রম আর দিনরাত খাটুনির একটা জায়গা। সংসার গুছিয়ে রাখতে আর সবার মন জুগিয়ে চলতে চলতেই নারীর দিন শেষ হয়ে যায়।
- বিয়ের আগে একটা মেয়ে ভাবে স্বামীর সংসারে কখনো ঝগড়া হবে না, স্বামী সবসময় ভালোবেসে তার পাশে থাকবে। কিন্তু বাস্তবতা হলো দুজনের মধ্যে টুকটাক, বড়সড় ঝগড়া, মতবিরোধ চলে আসবেই। অনেক ক্ষেত্রে দেখা যায় নিজের পরিবারকে গুরুত্ব দিতে গিয়ে স্বামী তার স্ত্রীকে বঞ্চিত করছে।
- অাপনার ভাবনার মধ্যে থাকে প্রিয় পুরুষটি বিয়ের পর কখনোই অন্য নারীর দিকে তাকাবে না। এটা আপনার ভুল ধারণা। বেশিরভাগ পুরুষই অন্য নারীর দিকে তাকায়, তাদের মনযোগ আকর্ষণের চেষ্টাও করে থাকে।
বিডি-প্রতিদিন/ ২১ মে, ২০১৫/ রশিদা