সুন্দর মুখের কদর সর্বত্র এমনটা প্রায়ই বলতে শোনা যায়। অনেকেই আছেন যারা গায়ের রং নিয়ে মনোকষ্টে ভোগেন। রোদে পুড়ে, শারীরিক অসুস্থতা, দীর্ঘসময় রান্নাঘরে কাজ করা ইত্যাদি নানান কারণে ত্বক হারিয়ে ফেলে স্বাভাবিক উজ্জ্বলতা। হয়ে ওঠে কালচে ও লাবণ্যহীন। অনেকে আবার রং ফর্সাকারী ক্রিমের দিকে ঝুঁকে পড়েন। এছাড়া পার্লারগুলোতে আছে রং ফর্সা করার জন্য স্কিন ব্লিচ, ফেয়ার পলিশ ইত্যাদি। কিন্তু প্রকৃতপক্ষে এই সবই ত্বকের জন্য অত্যন্ত ক্ষতিকর। তারচে' প্রাকৃতিক উপায়ে ত্বকের যত্ন নেয়াই ভালো। এতে ত্বকের ক্ষতি হবে না, গায়ের রং উজ্জ্বল হবে।
মধুর ফেসপ্যাক: এটা খুবই সহজ আর কম সময়ের প্যাক। মুখে ও গলায় ভালো করে মধু লাগান। শুকিয়ে এলে কুসুম গরম পানিতে কটন ভিজিয়ে আলতো করে মুছে নিন। এরপর মুখ ধুয়ে নিন। তবে আপনি ইচ্ছা করলে মধুর সঙ্গে ১ চা চামচ কমলালেবুর রস মিশিয়ে নিতে পারেন।
গমের ফেসপ্যাক: গমের গুড়োর সঙ্গে ২ টেবিলচামচ গোলাপজল মেশান। এবার এই পেস্টটি মুখে ও গলায় সমানভাবে লাগান। ১৫ মিনিট পর কুসুম গরম দুধে কটন বা নরম কাপড় ভিজিয়ে মুখ মুছে নিন। এরপর পানি দিয়ে ধুয়ে ফেলুন।
লেবু ফেসপ্যাক: ১টা লেবুর রসের সঙ্গে ১ টেবিল চামচ টক দই ভালো করে মিশিয়ে নিন। এবার মুখ ও গলায় পুরু করে এই পেস্টটি লাগান। শুকিয়ে এলে কুসুম গরম পানিতে মুখ ধুয়ে ফেলুন। এই প্যাক সপ্তাহে একবার লাগালেই যথেষ্ট।
ওটস ফেসপ্যাক: ১ টেবিল চামচ ওটসের সঙ্গে ২ টেবিল চামচ গোলাপজল মিশিয়ে চটকে নিন। এবার এই মিশ্রণ গলায় ও মুখে ভালো করে লাগান। এবার ক্লকওয়াইজ হাত ঘুরিয়ে মুখে ভালো করে মালিশ করুন। শুকিয়ে উঠলে ঠাণ্ডা দুধ দিয়ে মুখ পরিষ্কার করে নিন।
বিডি-প্রতিদিন/ ১৩ জুন, ২০১৫/ রশিদা