কর্মব্যস্ত জীবনে মাঝে মাঝেই হাঁপিয়ে পড়ি আমরা। তখন ছোট্ট একটা ব্রেকের জন্য প্রাণটা ছটপট করতে থাকে। এরকম সময়ে কাছে বা দূরের কোনো জায়গায় বেড়াতে গেলে মন ভালো হয়ে যায়। আজকাল অনেকেই সময় এবং আর্থিক সামর্থ্যের ব্যালেন্স করে রোজকার ব্যস্ততার থেকে ছুটি নিয়ে বেরিয়ে পড়েন কাছেপিঠে বা পাড়ি জমান বিদেশে। তবে ছুটি কাটাতে গিয়ে যদি পকেটে যথেষ্ট টাকা না থাকে তাহলে আসল মজাটাই মাঠে মারা যায়। জেনে নিন কীভাবে খরচ বাঁচিয়ে ছুটি কাটাবেন:
- উইকএন্ড ফ্লাইটের টিকিট না কেটে সপ্তাহের মাঝামাঝি কোনোদিন বেরিয়ে পড়ুন। কারণ উইকএন্ডে সাধারণত হোটেল বা ফ্লাইটের দাম বেশিই থাকে।
- প্রয়োজনের অতিরিক্ত লাগেজ নিয়ে বেড়াতে বের হবেন না। লাগেজ বেশি থাকলে তার জন্য আপনার পকেটও হালকা হবে।
- বেড়াতে গিয়ে সঠিক ক্রেডিট কার্ড ব্যবহার করুন। বিদেশে বেড়াতে যাওয়ার আগে নিজের ব্যাংককে একবার তা জানিয়ে রাখুন, যাতে ভ্রমণকালে আপনার কার্ড সচল থাকে।
- শেষ মুহূর্তে বিমানের টিকিট বাতিল করলে অতিরিক্ত খরচ হতে পারে। ফলে অনেক আগে থেকেই সব প্ল্যান করে রাখুন।
- একই সার্ভিসের জন্য অতিরিক্ত চার্জ কেন দেবেন? বিদেশে বেড়ানোর আগে তাই সব দিক দেখেশুনে ট্র্যাভেল এজেন্ট বেছে নিন।
সূত্র: আনন্দবাজার পত্রিকা
বিডি-প্রতিদিন/ ১৫ আগস্ট, ২০১৬/ আফরোজ