২২ সেপ্টেম্বর, ২০১৬ ০২:৩৭

নাভি থেকে সাবধান!

অনলাইন ডেস্ক

নাভি থেকে সাবধান!

৬৭ প্রকার জীবাণুর নিরাপদ আস্তানা হল মানুষের নাভি। দ্য বেলি বাটন বায়োডাইভার্সিটি প্রজেক্টে কাজ করতে গেয়ে গবেষকরা মানুষের নাভির মধ্যে ৬৭ রকম ব্যাক্টিরিয়ার উপস্থিতি টের পেয়েছেন। যা এতদিন অজানাই ছিল।

বিশেষজ্ঞরা বলছেন, মানুষের শরীরের মধ্যে সবচেয়ে নোংরা জায়গাটি হল নাভি। শরীর থেকে ঘাম চুঁয়ে জড়ো হয় নাভিতে। দিনের পর দিন নাভিগর্ভেই সেই ঘাম শুকোয়। ঘামের সঙ্গেই মেশে নোংরা-ধুলো। রয়েছে মরা ত্বক। গায়ে লোশন মাখলেও তা জমে এই নাভিতেই।

এইসব ব্যাক্টেরিয়া কোন ভাবে শরীরের অভ্যন্তরে প্রবেশের সুযোগ পেলে কী হবে- বুঝতে পারছেন নিশ্চয়! রোগের হাত থেকে বাঁচতে চাইলে নাভি থেকে সাবধান।

বিডি-প্রতিদিন/এ মজুমদার

সর্বশেষ খবর