একজন মানুষ সব সময় আপনার পাশেই আছেন। প্রয়োজন হলেই তিনি হাত বাড়িয়ে দিচ্ছেন আপনার দিকে। বিপদে-আপদে, সুখে-দুঃখে, হাসি-কান্নায় সব সময় পাশে পাচ্ছেন তাকে। আপনার পাশের এই মানুষটি্র সাহায্য নিয়ে কখনও সন্দেহ হয়েছে। অথবা হুট করেই তার ভেতর একটু পরিবর্তন লক্ষ্য করেছেন। সব কিছুর পরেও তবু সে মানুষটি ছাড়া আপনার চলে না। আপনি বুঝতে পেরছেন আপনাদের সম্পর্ক পরস্পরের উপর নির্ভরশীলতার থেকে বেশি। অল্প কয়েকটি ব্যাপার লক্ষ্য করলেই বুঝতে পারবেন আপনাদের বন্ধুত্ব আর বন্ধুত্ব নেই। আপনারা একে অপরের প্রেমে পড়েছেন।
১। সারাদিন ধরেই বন্ধুর পাঠানো বার্তা ঢুকছে আপনার ফোনে। হঠাৎ করেই আপনি আপনার ফোনের যত্ন বাড়িয়ে দিয়েছেন। ঘনঘন ফোন দেখছেন।
২। সারাদিন ধরেই হৃদয়ের ইমোজিতে ভরে উঠছে হোয়াটসঅ্যাপ। মনে রাখবেন হৃদয়ের ইমোজি পাঠিয়ে থাকেন বিশেষ কেউ।
৩। ওই বন্ধু আপনার মনের অনেকখানি দখল করে আছেন। মাঝে মাঝে সেই বন্ধুর কথা মনে করে হেসে উঠছেন। তিনি আবার কি বলতে পারেন তা নিয়ে ভাবছেন।
৪। বন্ধুর জন্য আলাদা কোনও সাজে সাজিয়ে নিচ্ছেন নিজেকে। বিশেষ করে সেই সাজ যা আপনার বন্ধু পছন্দ করে।
উপরের ব্যাপারগুলি যদি আপনার জীবনে ঘটতে থাকে তাহলে আপনি নিশ্চিত থাকতে পারেন, আপনার এবং আপনার মধ্যেকার সম্পর্ক এখন আর শুধু বন্ধুত্ব নয়, আপনার অজান্তেই আপনাদের সম্পর্ক গড়িয়েছে প্রেমের দিকে।
বিডি-প্রতিদিন/৩ অক্টোবর,২০১৬/তাফসীর