মানুষ নিজেকে ঠিকভাবে অপরের কাছে তুলে ধরতে পারলে যে কোন কাছে সফলতা অনেকটা সহজ হয়ে যায়। সম্প্রতি বিজনেস ইনসাইডারের প্রতিবেদনে মানুষ নিজেকে অপরের সামনে তুলে ধরার ক্ষেত্রে গবেষণামূলক কিছু টিপস্ দিয়েছে।
যারা মাথা উঁচু করে হাঁটেন, তারা কেবল অন্যদের সম্মান পান এমনটি নয়, তারা নিজেদের শ্রদ্ধা করেন বলেও মন করা হয়। নর্দনওয়েস্টার্ন ইউনিভার্সিটির সাম্প্রতিক গবেষণায় এইসব তথ্য ওঠে এসেছে।
কঠিন কিছু না, কেবল আপনার ভঙ্গিমা ঠিকঠাক করে নিতে হবে। যদি মাথা উঁচু করে দাঁড়ান, দেহ সটান থাকে এবং যার সাথে কথা বলছেন সরাসরি তার মুখের দিকে তাকিয়ে থাকেন, তবে আপনি সেখানে উঁচু ব্যক্তিত্বের অধিকারী। এইসব কথা জানান, কমিউনিকেশন্স এবং বডি ল্যাঙ্গুয়েজ এক্সপার্ট ড. লিলিয়ান গ্লাস।
মেরুদণ্ড সোজা ও বুকটান করে যারা দাঁড়িয়ে থাকেন, তাদের নেতা বলে মনে হয়। আর এমন আত্মবিশ্বাসী মানুষদের কে না পছন্দ করেন? এ ধরনের ভঙ্গীকে উচ্চ ক্ষমতাধর অঙ্গভঙ্গি বলে মনে করা হয় বলে জানানো হয় হার্ভার্ড বিজনেস স্কুলের এক গবেষণায়।
বিডি প্রতিদিন/এ মজুমদার