গুলশানের নর্থ এভিনিউতে অবস্থিত এজ - দ্য গ্যালারিতে ১৭-১৮ ডিসেম্বর ব্যাপী শুরু হচ্ছে 'কলর এবং ক্লিক' শিরোনামে পোট্রেট প্রদর্শনীর। রঙ নিয়ে বাপুন রহমানের কাজ ও আনোয়ার হোসেন ইনামের আলোকচিত্র নিয়ে এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
ডিভাইন বিউটি লাউঞ্জ কর্তৃক আয়োজিত এই প্রদর্শনী উদ্বোধন করবেন রূপ বিশেষজ্ঞ কানিজ আলমাস খান ও প্রখ্যাত আলোকচিত্রী চঞ্চল মাহমুদ। প্রদর্শনী চলবে সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত।
বিডি প্রতিদিন/১৩ ডিসেম্বর, ২০১৬/ফারজানা