চার বছর বিরতির পর এবারের বইমেলায় এসেছে শামীম হোসেনের নতুন বই ‘হিম যন্ত্রাংশ’। প্রকাশনা সংস্থা চন্দ্রবিন্দু প্রকাশিত বইটির প্রচ্ছদ করেছেন রাজীব দত্ত।
বইটি সম্পর্কে শামীম হোসেন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, 'মেলার প্রথম দিন থেকেই পাওয়া যাচ্ছে ‘হিম যন্ত্রাংশ।’ পাঠকের বেশ সাড়া পাচ্ছি । এই কাব্যে ভিন্ন কিছুর ইশারা আছে। এতে প্রাণ-প্রকৃতি, আবেগ-অনুভূতি, বাঁচা-মরা ও জীবনের জটিল দৃশ্যের চিরচেনা রূপকে নতুন রূপে দেখা যাবে।'
‘হিম যন্ত্রাংশ’ পাওয়া যাচ্ছে একুশে বইমেলায় চন্দ্রবিন্দুর ২৪৩ নম্বর স্টল ও রকমারি ডটকমে। বইটির মূল্য ২০০ টাকা।
উল্লেখ্য, কবি শামীম হোসেন জন্মগ্রহণ করেন রাজশাহীতে। তিনি দুই দশকের অধিক সময় ধরে আত্মমগ্ন আছেন কবিতাধ্যানে। তার প্রকাশিত কবিতাগ্রন্থের সংখ্যা ৬টি। তিনি ২০১৫ সালে ‘ধানের ধাত্রী’ গ্রন্থের জন্য 'কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার' ও ২০১৭ সালে ‘ডুমুরের আয়ু’ গ্রন্থের জন্য 'বিশাল বাংলা সাহিত্য পুরস্কার' অর্জন করেন।
বিডি প্রতিদিন/ অন্তরা কবির