২৮ জুলাই, ২০২১ ০৪:৩৮

বাড়িতে বিদ্যুতের খরচ ৫০ শতাংশ পর্যন্ত কমাতে চান?

অনলাইন ডেস্ক

বাড়িতে বিদ্যুতের খরচ ৫০ শতাংশ পর্যন্ত কমাতে চান?

প্রতীকী ছবি

করোনা আবহে ঘরবন্দি জীবনযাপনে এসেছে একাধিক পরিবর্তন। আয় না বাড়লেও, দিনের পর দিন বাড়ছে খরচ। 

মাসিক আয়ের একটা বড় অংশ খরচ হয়ে যায় বৈদ্যুতিক বিল দিতে যেয়ে। ঘরবন্দি জীবনযাপনে আরও যেন বেড়েছে বিদ্যুতের খরচ। 

বেশি সমস্যা মধ্যবিত্তদের। কিন্তু জীবনধারায় খানিকটা পরিবর্তন আনলে বিদ্যুতের খরচ ৫০ শতাংশ পর্যন্ত কমাতে পারেন, জানেন কিভাবে? জেনে নিন- 

১. এসির ব্যবহারের দিকে নজর রাখুন। ২৫ ডিগ্রির বেশি কখনই এসি অন রাখবেন না। যে ঘরে এসি চলছে, সেই ঘরে ফ্রিজ, ওটিজি রাখবেন না। 

২. একসঙ্গে অনেক কাপড় ওয়াশিং মেশিনে দিয়ে দিন। এতেও খানিকটা সাশ্রয় হয়। 

৩. পুরনো ফিলামেন্টের বাল্বের পরিবর্তে এলইডি ব্যবহার করুন। 

৪. টিভি বন্ধ করার সময় রিমোট দিয়ে স্ট্যান্ডবাই অবস্থায় রাখবেন না। বিদ্যুতের খরচ কমাতে প্লাগের সুইচ বন্ধ করে রাখবেন। 

৫. ফোনে চার্জ দেওয়া হয়ে গেলে প্লাগের সুইচ বন্ধ করে রাখুন। অল্প হলেও, বিদ্যুতের অপচয় রুখতে পারেন এভাবেও। 

৬. রান্না করা গরম খাবার ফ্রিজে রাখবেন না। ফ্রিজের দরজা অনেকক্ষণ খুলে রাখবেন না। তাহলে বিদ্যুত কম খরচ হবে। 

 
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর