শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ
গ্রামীণ স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ কমিউনিটি প্যারামেডিক্স
নিজস্ব প্রতিবেদক
অনলাইন ভার্সন
দেশের গ্রামীণ স্বাস্থ্যসেবার গুণগত মান পরিবর্তনে কমিউনিটি প্যারামেডিক্সের গুরুত্ব রয়েছে। তৃণমূলে স্বাস্থ্যসেবা নিশ্চিতে দক্ষ লোকবলের অভাব রয়েছে। ফলে গ্রামের বাসিন্দাদের অদক্ষ সেবাদানকারীর উপর নির্ভর করতে হয়। এর অবস্থার উত্তরণে প্রশিক্ষত ও দক্ষ কমিউনিটি প্যারামেডিক্সের গুরুত্ব অনস্বীকার্য।
শনিবার গ্রামীণ স্বাস্থ্যসেবার মানোন্নয়নে কমিউনিটি প্যারামেডিক্সের গুরুত্ব শীর্ষক জাতীয় পরামর্শক সভায় এসব কথা বলেন বক্তারা। রাজধানীর গুলশানে একটি অভিজাত হোটেলে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য শিক্ষা সচিব আলী নূর, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, সুইস কন্টাক্ট বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মুজিবুল হাসান, সিনিয়র টেকনিক্যাল এডভাইজার বিপাশা হোসেন, আস্থার সিনিয়র ম্যানেজার ইন্টারভেনশন মো. রেজাউল করিম, রাড্ডা-সিপিটিআই'র অধ্যক্ষ নাসরিন আক্তার এবং আস্থা’র টিম লিডার ফজলে রাজিক প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে আলী নূর বলেন, তৃণমূল স্বাস্থ্যসেবায় কমিউনিটি প্যারামেডিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রোগ হবার পরে তার চিকিৎসা দেওয়া হয়, কিন্তু কমিউনিটি প্যারামেডিকদের উচিত হবে রোগ প্রতিরোধে প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তা করা।
মুজিবুল হাসান বলেন, সারা বাংলাদেশে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপপের গুরুত্ব তুলে ধরেন এবং একই সঙ্গে একে শক্তিশালীকরণে সুইস কন্টাক্টের সহায়তার কথা তুলে ধরেন।
দক্ষ মানব সম্পদের অভাব বাংলাদেশের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে একটি প্রধান উদ্বেগ। বাংলাদেশে প্রতি ১০ হাজার মানুষের জন্য ৮.৩ জন স্বাস্থ্যকর্মী নিয়োজিত রয়েছেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, ৪৪.৫ জন স্বাস্থ্যকর্মী প্রতি ১০ হাজার মানুষের জন্য থাকা প্রয়োজন। বাংলাদেশ সরকার তার চতুর্থ স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি খাত উন্নয়ন কর্মসূচিতে (২০১৭-২০২২) মানবসম্পদে অপ্রতুলতা হ্রাস করার উপর জোর দিয়েছে।
এই কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে, স্বাস্থ্যসেবা খাতে এ্যাচিভিং সাসটেইনেবিলিটি টুওয়ার্ডস হেলথকেয়ার এক্সেস (আস্থা) প্রকল্পটি ২০১১ সালে চালু করা হয়েছিল। আস্থা বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করে যুব সম্প্রদায়ের জন্য একটি প্রফেশনাল ট্রেনিং চালু করে যা ‘কমিউনিটি প্যারামেডিক্স ট্রেনিং প্রোগ্রাম’ নামে পরিচিত। এই প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে দক্ষ কমিউনিটি প্যারামেডিক্স তৈরি করে, যারা প্রসূতি ও শিশুস্বাস্থ্য (এমসিএইচ) এবং পরিবার পরিকল্পনা (এফপি)-এর উপর বিশেষ মনোযোগ দিয়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন
এই বিভাগের আরও খবর