৭ ডিসেম্বর, ২০২১ ১৩:১২

আনিসুল হকের ‘রক্তে আঁকা ভোর’

অনলাইন ডেস্ক

আনিসুল হকের ‘রক্তে আঁকা ভোর’

বাংলাদেশের মুক্তিসংগ্রাম ও যুদ্ধ এক অনিঃশেষ মহাকাব্য। আনিসুল হকের উপন্যাসধারা ‌'যারা ভোর এনেছিল'- এর ষষ্ঠ ও শেষ পর্ব ‘রক্তে আঁকা ভোর’ সেই মহাকাব্যিক বিশালতা ধরার প্রয়াস। প্রথমা থেকে প্রকাশিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং সে সময়ের মানুষদের নিয়ে তাঁর লেখা উপন্যাসের ষষ্ঠ পর্ব- যারা ভোর এনেছিল, উষার দুয়ারে, আলো-আঁধারের যাত্রী, এই পথে আলো জ্বেলে, এখানে থেমো না ও রক্তে আঁকা ভোর।

উপন্যাসে উপজীব্য হয়েছে, পাকিস্তানি সৈন্যরা বন্দী করে নিয়ে যাচ্ছে শেখ মুজিবকে। হত্যাকাণ্ড চলছে বাংলাজুড়ে। লাখ লাখ মানুষ সীমান্ত পাড়ি দিয়ে আশ্রয় নিল ভারতের মাটিতে। মুক্তিবাহিনী গঠিত হলো। পারমানবিক অস্ত্রবাহী মার্কিন সপ্তম নৌবহর রওনা হয়েছে বঙ্গোপসাগরের দিকে। মুক্তিবাহিনী মিত্রবাহিনী এগিয়ে চলছে ঢাকা অভিমুখে।

আনিসুল হক দেশের প্রখ্যাত সাহিত্যিক ও সাংবাদিক। তিনি কবিতা, গল্প, উপন্যাস, রম্যরচনা, ভ্রমণকাহিনি, শিশুসাহিত্য- সাহিত্যের নানা শাখায় সক্রিয়। পেয়েছেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারসহ বেশ কয়েকটি পুরস্কার। তাঁর বই বিভিন্ন ভাষায় অনুদিত ও প্রকাশিত হয়েছে দেশে-বিদেশে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর