১৭ নভেম্বর, ২০২২ ১৯:৫৯

১৬ বছরের কম বয়সীদের মোবাইল ফোন ব্যবহার নয় : বিএসএমএমইউ উপাচার্য

অনলাইন ডেস্ক

১৬ বছরের কম বয়সীদের মোবাইল ফোন ব্যবহার নয় :  বিএসএমএমইউ উপাচার্য

বক্তব্য দিচ্ছেন বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেছেন, ‘১৬ বছরের কম বয়সী শিশুদের মোবাইল ফোন ব্যবহার নয়। কারণ, এই বয়সে শিশুরা মোবাইল ফোন ব্যবহার করলে নিজের অজান্তেই তারা অনেক অপরাধে জড়িয়ে পড়ে’। 

আজ বৃহস্পতিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। শিশুদের নিয়ে বিভাগটির গত পাঁচ বছরের বিভিন্ন গবেষণার ফলাফল অনুষ্ঠানে প্রকাশ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ‘সাধারণত এতো অল্প বয়সী ছেলে-মেয়েরা কোনটি ভালো কোনটি খারাপ সেটি বুঝার সক্ষমতা রাখে না। যেসব শিশু মোবাইলে আসক্ত তাদের মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা দিতে হবে। তারা একসঙ্গে মোবাইল ফোন আসক্তি কমাতে পারবে না। এজন্য তাদের দিনে সর্বোচ্চ দুই ঘণ্টা তবে একটানা আধাঘণ্টার বেশি মোবাইল ফোন ব্যবহার করা বা দেখা যাবে না। এটি করতে পারলে হয়ত সোশ্যাল মিডিয়ার অ্যাবিউজ থেকে রক্ষা পেতে পারি।’

তিনি বলেন, ‘সংশ্লিষ্ট দফতর থেকে বেশি বেশি প্রচার করতে হবে, সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুকে কোনো অ্যাবিউজ করলে তা ধরা যায়, ধরা পড়লে বিচার হবে। এটি প্রচার করতে পারলে শিশুদের ইন্টারনেট তথা সাইবার অপরাধ অনেকাংশে কমে যাবে।’

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

 

সর্বশেষ খবর