১৬ ফেব্রুয়ারি, ২০২০ ১৭:৪৫

'মন্ত্রিসভায় খুব দ্রুত আর পুনর্বিন্যাসের সম্ভাবনা কম'

অনলাইন ডেস্ক

'মন্ত্রিসভায় খুব দ্রুত আর পুনর্বিন্যাসের সম্ভাবনা কম'

ফাইল ছবি

মন্ত্রিসভায় খুব তাড়াতাড়ি আর কোনো বিন্যাস, পুনর্বিন্যাস ও সম্প্রসারণের সম্ভাবনা কম জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পারফরমেন্স বা কাজের গতির জন্য যেহেতু রদবদলটাই হয়েছে সেখানে নতুন করে মেজর কোনো পরিবর্তন বা সম্প্রসারণ এ মুহূর্তে হয়তো হবে না। হয়তো আরও পরে হতে পারে। পরিবর্তন, পরিমার্জন ও সম্প্রসারণের সম্ভাবনা কম।

রবিবার সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক বিষয়াদি নিয়ে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি।

সম্প্রতি গৃহায়ন ও গণপূর্তমন্ত্রীর রদবদল বিষয়ে প্রশ্ন করা হলে ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী হয়তো মনে করেছেন কাজের গতি বা সুবিধার জন্য একজনকে এক জায়গা থেকে আরেক জায়গায় দিলে সংশ্লিষ্ট মন্ত্রীর কাজে সুবিধা হবে; তাই তিনি রদবদল করেছেন। তাছাড়া মৎস্য ও পশুসম্পদ মন্ত্রণালয়কে খাটো করে দেখার কোনো বিষয় নেই। গৃহায়নে এক রকম কাজ আর মৎস্য ও পশুসম্পদে আরেক রকম কাজ। সব মন্ত্রণালয়ে কাজ আছে। 

এছাড়া কাকে দিয়ে কোন মন্ত্রণালয়ে পারফরমেন্স বেশি হবে সেটা প্রধানমন্ত্রীই ভালো বোঝেন বলেও জানান ওবায়দুল কাদের।

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর