২২ ফেব্রুয়ারি, ২০২১ ১৬:৫৬

তথ্যপ্রযুক্তির ব্যবহারে ১৬ কোটি মানুষকে রেলের সেবা দেওয়ার পরিকল্পনা

ঠাকুরগাঁও প্রতিনিধি

তথ্যপ্রযুক্তির ব্যবহারে ১৬ কোটি মানুষকে রেলের সেবা দেওয়ার পরিকল্পনা

রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন। ফাইল ছবি

রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, ‌‘তথ্যপ্রযুক্তির ব্যবহারের মধ্য দিয়ে আগামী দিনে দেশের ১৬ কোটি মানুষ যেন রেলের সেবা পায়, সে পরিকল্পনা নিয়ে রেল মন্ত্রণালয় কাজ করছে। খুব শিগগির পঞ্চগড় থেকে বাংলাবান্ধা স্থল বন্দর এবং পার্শ্ববর্তী ভারতের শিলিগুড়ি ও নিউ জলপাইগুড়ি রেল স্টেশন পর্যন্ত রেলপথ স্থাপন করা হবে। এর ফলে বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের ব্যবসাসহ সব ক্ষেত্রে প্রসার ঘটবে।’

আজ সোমবার দুপুরে ঠাকুরগাঁও শহরের রোড রেল স্টেশনের উঁচু ও বর্ধিত প্লাটফরমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

রেলপথ মন্ত্রী বলেন, ‘১৯৭৫ সালে জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যা করা না হলে শুধু রেল মন্ত্রণালয়ের উন্নয়ন নয়, সমগ্র দেশের উন্নয়ন হতো। বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকার সময় রেল ব্যবস্থাপনাকে ধ্বংস করে দিয়েছে। কোনোরকম নতুন রিক্রুটমেন্ট ছাড়াই গোল্ডেন হ্যান্ডশেক দিয়ে কর্মকর্তা, কর্মচারী, শ্রমিকদের রেল থেকে বিদায় করে দেওয়া হয়েছিল। বিএনপি ও অন্যান্য দল ক্ষমতাকে পোক্ত করার জন্য কাজ করেছে, দেশের স্বার্থ চিন্তা করেনি।’

তিনি বলেন, ‘আজকে বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে সেই স্থানে নিয়ে যেতে আমরা কাজ করছি। সেই অনুযায়ী বঙ্গবন্ধু নতুন দ্বিতীয় সেতুতে শুধু রেলপথ স্থাপনের কাজ শুরু হয়েছে। যে সেতুতে মিটারগেজ ও ব্রডগেজ রেল লাইন থাকবে এবং ট্রেন ১২০ কিলোমিটার গতিতে চলাচল করতে পারবে। এ ছাড়া ঢাকা থেকে মংলাবন্দর পর্যন্ত নতুন রেলপথ স্থাপন, আগামী বছরের ডিসম্বরের মধ্যে সমগ্র দেশ থেকে রেলপথে কক্সবাজার যাওয়ার ব্যাবস্থা গ্রহণ করা হয়েছে। এর ফলে শুধু পঞ্চগড় ও ঠাকুরগাঁও নয়, সমগ্র দেশের মানুষ স্বাচ্ছন্দ্যে নিরাপদে এবং স্বল্প ভাড়ায় ট্রেনে যাতায়াত করতে পারবে।’

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

 
 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর