২২ ফেব্রুয়ারি, ২০২১ ১৮:৩১

বিসিএস পরীক্ষার্থীদের বয়স বিবেচনা করবে সরকার: শিক্ষামন্ত্রী

অনলাইন ডেস্ক

বিসিএস পরীক্ষার্থীদের বয়স বিবেচনা করবে সরকার: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি। ফাইল ছবি

করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারিকালে বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) প্রার্থীদের অনেকের বয়সসীমা পেরিয়ে যাওয়ায়, বিষয়টি সরকার বিবেচনা করবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি।

আজ সোমবার দুপুরে এক ভার্চুয়াল ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

শিক্ষামন্ত্রী জানান, দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর আবাসিক হলগুলো আগামী ১৭ মে খুলে দেওয়া হবে। ক্লাস শুরু হবে আগামী ২৪ মে।আর দেশের সব স্কুল ও কলেজ খোলার বিষয়ে সিদ্ধান্ত আগামী ২৮ ফেব্রুয়ারির পর জানানো হবে। 

তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয় খোলার সঙ্গে সামঞ্জস্য রেখে বিসিএস পরীক্ষা ও আবেদনের সময় নির্ধারণ করা হবে। এজন্য পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) সঙ্গে আলোচনা করে সব বিসিএসের আবেদন ও পরীক্ষার সময় বাড়ানো হতে পারে।’

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

 
 
 
 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর