মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, ৭ মার্চের ভাষণেই বঙ্গবন্ধু বাঙালি জাতিকে স্বাধীনতার জন্য প্রস্তুতি নিতে বলেছিলেন। তার ওই ভাষণের পরই মানুষ মুক্তিযুদ্ধের জন্য প্রস্তুতি নেয়। তবে এরপর আনুষ্ঠানিকভাবে বঙ্গবন্ধু ২৬ মার্চ স্বাধীনতার ঘোষণা দেন। তাই ৭ ও ২৬ মার্চ বাঙালির জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুইটি দিন।
বৃহস্পতিবার দুপুরে নাজিরপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত মহিলা আওয়ামী লীগের এক সভায় মন্ত্রী এ সব বলেন।
বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত দপ্তর সম্পাদক রোজিনা নাসরিন রোজিকে সংবর্ধনা দেওয়া উপলক্ষে মহিলা আওয়ামী লীগ এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন নাজিরপুর উপজেলা পরিষদের সংরক্ষিত আসনের ভাইস চেয়ারম্যান শাহরিয়ার ফেরদৌস রুনা। অনুষ্ঠানে আওয়ামী লীগ এবং এর অংগ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন