১২ আগস্ট, ২০২২ ১৫:৩৩

ধানের শীষ ছেড়ে বিএনপি হারিকেন ধরেছে : তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

ধানের শীষ ছেড়ে বিএনপি হারিকেন ধরেছে : তথ্যমন্ত্রী

ছবি- বাংলাদেশ প্রতিদিন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি ধানের শীষ বাদ দিয়ে মুসলিম লীগের প্রতীক হারিকেন ধরেছে। কয়েকদিন পর মুসলিম লীগের মতো বিএনপিকেও হারিকেন দিয়ে  খুঁজে পাওয়া যাবে না। 

আজ শুক্রবার সকালে রাজশাহীর মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত শোক দিবসের সভায় তিনি এসব কথা বলেন। 

বিশ্বে তেলের দাম একশ পারসেন্ট বৃদ্ধি পেয়েছে জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। অন্যদিকে চীন ও তাইওয়ান মুখোমুখি। বিশ্বে অস্থিরভাব। এ অবস্থায় জ্বালানি তেলের মূল্য সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল। এমনকি বিশ্বে তেলের দাম শতভাগ বৃদ্ধি পেয়েছে। সেখানে আমরা মূল্য সমন্বয় করে তেলের দাম পশ্চিমবঙ্গের সমান করেছি। বিশ্বে জ্বালানি তেলের মূল্য কমলে আমরাও কমাবো। এটি নিয়ে বিভ্রান্তি ছড়ানোর সুযোগ নেই।

শোকসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের এমপি শাহরিয়ার আলম, রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন, কক্সবাজারের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার প্রমুখ। শোক সভায় সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুস সালাম।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর