আগামী মাসের শেষদিকে লোডশেডিং কমে আসবে। আন্তর্জাতিক বাজারে কমলে দেশেও তেলের দাম কমানো হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
রবিবার রাজধানীর বিদ্যুৎ ভবনে ‘বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা ও আন্তর্জাতিক বাজার পরিস্থিতি’ নিয়ে এক সেমিনারে এসব কথা বলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
এ সেমিনারের আয়োজন করে ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স (এফইআরবি)।
সেমিনারে আরও উপস্থিত ছিলেন জ্বালানি ও খনিজ সচিব মাহবুব হোসেন , পেট্রোবাংলা চেয়ারম্যান নাজমুল আহসান, অধ্যাপক শামসুল আলম, অধ্যাপক বদরূল ইমাম ও অর্থনীতিবিদ ড. মাহফুজ কবির।
এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এফইআরবি’র সাবেক চেয়ারম্যান মোল্লাহ এম আমজাদ হোসেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন