২২ জুলাই, ২০২৩ ১৭:০৫

তত্ত্বাবধায়ক সরকার শুভংকরের ফাঁকি: এলজিআরডি মন্ত্রী

কুমিল্লা প্রতিনিধি

তত্ত্বাবধায়ক সরকার শুভংকরের ফাঁকি: এলজিআরডি মন্ত্রী

ফাইল ছবি

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী (এলজিআরডি) মো. তাজুল ইসলাম বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রে এখনো অনেক রাস্তা পাকা হয়নি। সেখানে ১৭ শতাংশ লোক দারিদ্র্যসীমার নিচে বাস করে। বাংলাদেশেও দারিদ্র্য আছে। শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন হয়েছে। বাংলাদেশ এগিয়ে যাওয়ার দেশ। ইন্টারনেটের কারণে সবকিছু স্মার্ট হয়েছে। বড় ভবন দেখতে হলে এখন আমেরিকায় যেতে হবে না। ঢাকা, চট্টগ্রাম ও কুমিল্লাতেই দেখা যাবে। উন্নত যোগাযোগব্যবস্থা, শিক্ষা, তথ্যপ্রযুক্তির সম্প্রসারণের কারণে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। 

শনিবার কুমিল্লা জেলা পরিষদের উদ্যোগে টাউন হল মিলনায়তনে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্থানীয় সরকার শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তত্ত্বাবধায়ক সরকারকে শুভংকরের ফাঁকি মন্তব্য করে মন্ত্রী আরো বলেন, শুভংকরের ফাঁক দিয়ে অজগর সাপ ঢুকে মানুষ খেয়ে ফেলতে পারে। নিয়মতান্ত্রিকভাবে এটি বাতিল করা হয়েছে। বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায়। সারা বিশ্বের মানুষ এটা সমর্থন করে না। বিএনপি ক্ষমতায় আসলেই সুষ্ঠু নির্বাচন হয়েছে নতুবা নয়। বিএনপি চায় দুর্যোগপূর্ণ ও ক্ষতিগ্রস্ত বাংলাদেশ। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাবলু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য সেলিমা আহমেদ মেরী, কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র আরফানুল হক রিফাত, জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, পুলিশ সুপার আবদুল মান্নান, জেলা পিপি অ্যাডভোকেট জহিরুল ইসলাম সেলিম, কুমিল্লা শিক্ষাবোর্ড চেয়ারম্যান প্রফেসর জামাল নাসের, কুমিল্লা সিভিল সার্জন ডা. নাছিমা আক্তার, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবু জাফর খানসহ জেলা ও বিভিন্ন উপজেলার জনপ্রতিনিধিরা।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর