প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবার আওয়ামী লীগকে বিজয়ী করতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।
তিনি বলেছেন, ‘আপনারা নৌকায় ভোট দিন, উন্নয়ন করা আমাদের দায়িত্ব। উন্নয়নের জন্য কাজ করছেন শেখ হাসিনা।’
আজ সোমবার বিকালে সিলেটের গোয়াইনঘাট উপজেলার নবগঠিত বিছনাকান্দি ইউনিয়নের কুমার বাজারে গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে সারাদেশে অভূতপূর্ব উন্নয়নের পাশাপাশি গোয়াইনঘাট উপজেলার শিক্ষা, চিকিৎসা, যোগাযোগ ও শতভাগ বিদ্যুতায়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে। জাফলং সেতু, গোয়াইনঘাট সেতুসহ আওয়ামী লীগ সরকার গোয়াইনঘাট উপজেলার যোগাযোগ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। অতীতে অন্য কোনো সরকারের আমলে সেটা কল্পনাও করা যায়নি।’
গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পশ্চিম আলীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া হেলালের পরিচালনায় জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ, জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা লুৎফুর রহমান লেবু, যুগ্ম সম্পাদক সুভাস চন্দ্র পাল ছানা, সামসুল আলম, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জামাল উদ্দিন, সিলেট জেলা পরিষদ সদস্য সুবাস দাস, রুস্তুমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহাব উদ্দিন, পূর্ব আলীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম, ডৌবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম নিজাম উদ্দিন, উত্তর রনিখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়জুর রহমান, গোয়াইনঘাট উপজেলা যুবলীগের আহ্বায়ক ফারুক আহমদ, যুগ্ম আহ্বায়ক শাহাব উদ্দিন, রুস্তুমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আশিকুর রহমান, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, গোয়াইনঘাট উপজেলা ছাত্রলীগের সভাপতি সুফিয়ান আহমদ, সাধারণ সম্পাদক গোলাম রেজওয়ান রাজীব, সিলেট জেলা ছাত্র লীগের সাবেক সহ-সম্পাদক মারুফুল হাসান মারুফ, উপজেলা ছাত্রলীগ নেতা মো. জসিম উদ্দিন, রুস্তুমপুর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক ও ইউপি সদস্য কামাল আহমদ, যুগ্ম আহ্বায়ক ফয়ছল আহমদ, যুবলীগ নেতা আবুল হোসেন, রুস্তুমপুর ইউনিয়ন পরিষদের সদস্য ও যুবলীগ নেতা মুজিবুর রহমান প্রমুখ।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ