ভারত নিজেদের স্বার্থেই বাংলাদেশকে ভাসাচ্ছে-ডুবাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে প্রয়োজনে আন্তর্জাতিক পর্যায়ে যাবে বিএনপি।
মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বন্যা দুর্গত এলাকার মানুষের জন্য কেন্দ্রীয় ত্রাণ সংগ্রহ কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, দেশের উত্তর পূর্বাঞ্চলের বন্যা যতটা না প্রাকৃতিক, তার থেকে বেশি মানবসৃষ্ট। এর দায় ভারত কোনোভাবেই এড়াতে পারে না। ক্ষমতায় না থাকলেও জনগণের পাশে থাকার প্রতিশ্রুতি রক্ষায় বন্যার্তদের সহায়তায় বিএনপি নিরলসভাবে কাজ করছে।
বিডি প্রতিদিন/আরাফাত