ইসলামী আন্দোলনের বরিশাল জেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। বুধবার নগরীর এমসি অডিটোরিয়ামে দলটির শুরা অধিবেশন শেষে কমিটির নাম ঘোষণা করা হয়। তিন সদস্য বিশিষ্ট কমিটিতে সভাপতি উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ সিরাজুল ইসলাম, সহ-সভাপতি শেখ শামসুল আলম মিলন ও সেক্রেটারি মাওলানা কাওছারুল ইসলাম।
শুরা অধিবেশনে সভাপতিত্ব করেন জেলা কমিটির সভাপতি মুফতি সৈয়দ এছাহাক মুহাম্মদ আবুল খায়ের। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান।
ইসলামী আন্দোলনের জেলার সেক্রেটারী উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ সিরাজুল ইসলামের সঞ্চালনায় শুরা অধিবেশনে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসের সূরা সদস্য মাওলানা মামুনুর রশিদ, বরিশাল মহানগর সভাপতি প্রফেসর মুহাম্মাদ লোকমান হাকীম, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ বরিশাল জেলা সভাপতি মাওলানা আব্দুল হালিম, বরিশাল জেলার সহ-সভাপতি শেখ শামসুল মিলন, আব্দুল মালেক কাফরা, ইসলামী আইনজীবী পরিষদ বরিশাল বার সভাপতি এডভোকেট শেখ আব্দুল্লাহ নাসির, ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা সভাপতি নাসির উদ্দিন রোকন ডাকুয়া, ইসলামী যুব আন্দোলনের জেলার সভাপতি হাফেজ মাওলানা সানাউল্লাহ, ইশা ছাত্র আন্দোলনের জেলা সভাপতি এম এম সালাউদ্দিন প্রমুখ।
বিডি প্রতিদিন/হিমেল