মাত্রাতিরিক্ত উষ্ণ আবহাওয়ার প্রভাব পড়ছে অস্ট্রেলিয়ার ড্রাগন লিজার্ড প্রজাতির ওপর। সম্প্রতি ইউনিভার্সিটি অফ ক্যানবেরার এক গবেষণায় দেখা গেছে, তাপমাত্রার পারদ চড়ায় লিঙ্গ বদল করছে এই প্রজাতি। গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে নেচার জার্নালে।
গবেষণায় দেখা গেছে, পুরুষ লিজার্ডরা ডিম পাড়ছে ও ডিম ফুটিয়ে সন্তানের জন্ম দিচ্ছে। এ বিষয়ে গবেষকদের অভিমত, লিঙ্গ পরিবর্তন এতই বেশিমাত্রায় হচ্ছে যে মহিলা সেক্স ক্রোমোজোম মাঝে মাঝে প্রায় অদৃশ্য হয়ে যাচ্ছে। যদিও সরীসৃপদের লিঙ্গ কী হবে তা সবসময় ক্রোমোজোমের ওপর নির্ভর করে না। নির্ভর করে জন্মের সময় তাপমাত্রার ওপর। এই প্রথম সরীসৃপদের এই ধরণের লিঙ্গ বদলের প্রমাণ পাওয়া গেল বলে জানিয়েছেন মুখ্য গবেষক ক্লেয়ার হোলেলে।
গবেষণায় দেখা গেছে, মোট ১৩১টি বন্য ড্রাগন লিজার্ডের মধ্যে ১১টি লিজার্ডের শারীরিক গঠন মহিলা লিজার্ডের মতো হলেও তাদের ক্রোমোজোমের গঠন পুরুষ লিজার্ডের মতো। এমনকী, এই ধরনের লিজার্ডের প্রজনন ক্ষমতাও বেশি।
তাপমাত্রা পারদ ৯০ ডিগ্রি ফারেনহাইট ছাড়ালেই এই ধরনের শারীরিক পরিবর্তন দেখা দিতে পারে। ৯৭ ডিগ্রি ফারেনহাইটে এই পরিবর্তন অনিবার্য।
বিডি-প্রতিদিন/ ১১ জুলাই, ২০১৫/ রশিদা