ভারতের মধ্যপ্রদেশের বিজেপি সরকারের প্রভাবশালী মন্ত্রী বাবুলাল গৌর। তার কাণ্ড দেখে হতবাক সবাই! ভীড়ের মধ্যে এক নারীর পেছন দিকে আপত্তিকরভাবে স্পর্শ করেন তিনি। কয়েক সেকেন্ডের মধ্যে ঘটে যাওয়া ঘটনাটি ধরা পড়ে ক্যামেরার লেন্সে।
ভিডিওটি বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। এ নিয়ে রাজ্য জুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। গরম হয়ে উঠেছে রাজনীতির অন্দর-বাহির। জনমনে প্রশ্ন জেগেছে নারীর সঙ্গে এ কেমন আচরণ মন্ত্রীর!
ভিডিওতে দেখা যায়, সারিবদ্ধভাবে বাসে উঠছিলেন কয়েকজন নারী। মন্ত্রী তার লোকজন নিয়ে সেখানে দাঁড়িয়ে প্রচারণায় ব্যস্ত। এরমধ্যে এক নারী মন্ত্রীর পাশ দিয়ে যাওয়ার সময় প্রথমে বাম হাত দিয়ে তার নিতম্বে ছোট করে চড় মারেন বাবুলাল। এরপরই আবার ডান হাত দিয়ে আপত্তিকরভাবে ওই নারীর শরীর স্পর্শ করেন তিনি। অনেকেরই মোবাইলের ক্যামেরায় ঘটনাটা ধরা পড়ে। কিছুক্ষণের মধ্যেই ভিডিওটি ইন্টারনেটে ঝড় তোলে। এর আগেও কিছু বিতর্কিত ঘটনার জেরে খবরে এসেছিলেন এই মন্ত্রী।
ভিডিও:
বিডি-প্রতিদিন/২২ এপ্রিল ২০১৬/ এস আহমেদ