ভয়কে ভুলে গিয়ে শুধুমাত্র একটা টুপির জন্য বিপদের মুখে ঝাঁপিয়ে পড়লেন এক মহিলা। শুধু বিপদ নয়, নিজেকে একেবার মৃত্যুর মুখে ঠেলে দিলেন তিনি!
গত ১৬ এপ্রিল কানাডার একটি চিড়িয়াখানার ঘটনা এটি। চিড়িয়াখানায় বাঘের খাঁচার সামনে তখন অনেক ভিড়। আচমকাই খাঁচার মধ্যে ঝাঁপিয়ে পড়লেন এক মহিলা।
পরে জানা যায়, বাঘের খাঁচার মধ্যে টুপি পড়ে গিয়েছিল তাঁর। টুপি ফিরিয়ে আনতেই তিনি ঝাঁপ দেন বাঘের খাঁচায়। খাঁচায় থাকা সুমাত্রার বাঘটি যেখানে ছিল তার আগে ও পরে জাল দিয়ে ঘেরা ছিল।
একটি জাল টপকে নিজের টুপি ফেরত পেতে ঢুকে পড়েন ওই মহিলা। ওপারের জালের পিছন থেকে তখন মানুষের গন্ধ পেয়ে হুড়োহুড়ি শুরু করেছে বাঘটি। যদিও জালের পিছনে থাকায় আর মহিলার ঘাড় মটকাতে পারেনি সে।
বিডি-প্রতিদিন/২২ এপ্রিল ২০১৬/ হিমেল-০৮